

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ঘোষিত এই দলে আছে একাধিক চমক। ফেরানো হয়েছে ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল ও ভানুকা রাজাপাকসেকে, নেই অ্যাঞ্জেলো ম্যাথুস।
আজ শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ২১ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে। যথারীতি সীমিত ওভারের সিরিজে লঙ্কানদের দায়িত্বে অলরাউন্ডার দাসুন শানাকা।
Sri Lanka ODI squad for Australia series 👇https://t.co/OCZILb3xOj#SLvAUS #CheerForLions pic.twitter.com/E7Vkukl591
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 10, 2022
এর আগে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল এসএলসি। এবার তা কমিয়ে আনলে ২১’এ। বাদ পড়লেন ধনঞ্জয়া লাকসান, সাহান আরাচ্চি, জানিথ লিয়ানাগে, বিনুরা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডুনিথ ভেল্লালাগে।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ডুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুনারত্নে, লাহিরু মাদুশঙ্কা, রমেশ মেন্ডিস, দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা, জেফরি ভ্যান্ডারসে, মাহেশ থিকশানা, প্রবীণ জয়াবিক্রমা এবং প্রমোদ মাদুশান।