

২০১৬ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ানোডে অভিষেক হয় শাই হোপের। ওয়েস্ট ইন্ডিজের অন্য ব্যাটারদের মত বিধ্বংসী নন, বরং ধীরে খেলে বড় রান করার জন্য পরিচিত শাই হোপ মুলতানে পাকিস্তানের বিপক্ষে ১ম ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি।
১৩৪ বলে ১২৭ রানের ইনিংস খেলার পথে শাই হোপ পুর্ণ করেছেন ওয়ানডে ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক। ৯৩ ম্যাচের ৮৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
View this post on Instagram
১২ ওয়ানডে সেঞ্চুরির মালিক শাই হোপ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৪০০০ রান করার তালিকায় যৌথভাবে আছেন ৩ নম্বরে। তার চেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক পার করেন কেবল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও পাকিস্তানের বাবর আজম।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এতদিন দ্রুততম ৪০০০ ওয়ানডে রানের মালিক ছিলেন একা ভিভ রিচার্ডস। আজ তাকে ধরে ফেললেন শাই হোপ।
দ্রুততম সময়ে ওয়ানডেতে ৪০০০ রানের গন্ডি পার করা ব্যাটার-
৮১ ইনিংসে- হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
৮২ ইনিংসে- বাবর আজম (পাকিস্তান)
৮৮ ইনিংসে- ভিভ রিচার্ডস ও শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
৯১ ইনিংসে- জো রুট (ইংল্যান্ড)
৯৩ ইনিংসে- ভিরাট কোহলি (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
১০০ এর কম ইনিংসে ৪০০০ রানের গন্ডি পার করেছেন শাই হোপ সহ মোট ১১ জন।