

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। তবে অজি শিবিরে দুঃসংবাদ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন্তত ১ পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে সফরকারীদের। চোটে পড়ে এই ম্যাচ মিস করবেন মিচেল স্টার্ক।
একটু অদ্ভুতুড়ে ইনজুরিতেই পড়েছেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে নিজের বোলিং হ্যান্ডে জুতার স্পাইকে চোট পান তিনি।
মাঠেই তার শুশ্রুষার প্রয়োজন হয়। যদিও ম্যাচে ঐ ওভার তো বটেই, কোটার ৪ ওভারই করেন তিনি। যেখানে ২৬ রান খরচে ৩ উইকেট নেন এই গতি তারকা।
৩২ বছর বয়সী স্টার্ক ১ম ম্যাচ খেলতে পারলেও ২য় ম্যাচ খেলতে পারবেন না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটডটকমডটএইউ।
A blow for the Aussies ahead of tonight’s second T20 following a bizarre finger injury to Mitch Starc #SLvAUS https://t.co/4pfipeMdmG
— cricket.com.au (@cricketcomau) June 7, 2022
১ম ম্যাচ শেষে গণমাধ্যমটিকে ম্যাচসেরা জশ হ্যাজেলউড বলেন, ‘এটা এক অদ্ভুত ইনজুরি। তার বোলিং ফিঙ্গারে স্পাইকে কেটে যায়। সে এটাতে টেপ পেচিয়ে খেলতে পেরেছে কারণ ঘটনাটি ম্যাচেই ঘটেছে। তবে আজ তেমনটি হবার সুযোগ কম।
আজ কলম্বোতে বাংলাদেশ সময় সাড়ে ৭ টায় শুরু হবে ২য় টি-টোয়েন্টি।
স্টার্কের ইনজুরি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের সুযোগ করে দিচ্ছে জাই রিচার্ডসনের। যদিও নির্বাচকরা স্পিনার মিচেল সুইপসনকে খেলানোর কথাও ভাবতে পারে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড।