

ধাপে ধাপে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুরুতে টেস্ট বলে এই ফরম্যাটের ক্রিকেটাররাই যাচ্ছেন আগে। দুই দফায় ইতোমধ্যে ৯ ক্রিকেটার দেশ ছেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সুমুদ্র পাড়ে রানিং, আর ঘোরাঘুরিতে কাটছে এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মুমিনুল হকদের সময়।
৩ জুন প্রথম ধাপে দেশ ছাড়ে সদ্য সাবেক টেস্ট কাপ্তান বনে যাওয়া মুমিনুল হক সহ ৬ ক্রিকেটার। যেখানে এবাদত, রাজার সাথে আছেন খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়।
গতকাল (৬ জুন) দেশ ছাড়েন তামিম ইকবাল, ইয়াসির আলি রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। আগামীকাল যাবেন তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও দলের সাথে যোগ দেবেন ১০ জুন।
প্রথম বহরে দেশ ছাড়া ক্রিকেটাররা ইতোমধ্যে নিজেদের মানিয়ে নিতে জিম ও রানিং সেশনে ব্যস্ত সময় পার করছেন। অ্যান্টিগায় ১৬ জুন মাঠে গড়াতে যাওয়া প্রথম টেস্টের আগে আছেন ফুরফুরে মেজাজেই।
এক ভিডিও বার্তায় আজ (৭ জুন) অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রেজাউর রহমান রাজা বলেন, ‘লম্বা জার্নি করে আসার পর ক্লান্তি লাগছিল, ঘুম আসছিল। আমরা চেষ্টা করেছি রাতে ঘুমানোর। সারারাত ঘুমিয়ে সকালে আমরা বিচে রানিং করলাম। পরে দিনে বিশ্রাম করে বিকেলে বিচে ঘুরলাম।’
‘পরের দিনও একই, আমরা রাতে ঘুমানোর চেষ্টা করলাম, সকালে রানিং করেছি। আজকে বিকেলে একটু জিম সেশন করেছি, এখন বিচে নামবো। এভাবেই যাচ্ছে, চেষ্টা করছি আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার।’