

কাইল মেয়ার্স ও শামার ব্রুকসের দুই সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩য় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ২০ রানের ব্যবধানে। এর ফলে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলো তারা।
টসে জিতে ব্যাটিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। মেয়ার্স ১০৬ বলে ৮ চার ও ৭ ছয়ে ১২০ রান করেন। ব্রুকস ১১৫ বলে ৩ চার ও ৪ ছয়ে ১০১ রানে অপরাজিত থাকেন। ২য় উইকেটে এ দুইজন ১৮৪ রানের জুটি গড়েন।
জবাবে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাওডের কল্যাণে ভালোই সংগ্রহ করছিল নেদারল্যান্ডস। পরবর্তীতে ক্যারিবিয়ান বোলাররা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ২৮৮ রানে বেধে দেয় ডাচদের।
ও’ডাওড সর্বোচ্চ ৮৯ ও বিক্রমজিৎ ৫৪ রান করেন। মুসা আহমেদের ব্যাট থেকে আসে ৪২ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নবাগত শারমন লুইস ৩টি এবং দুই স্পিনার আকিল হোসেন ও হেইডেন ওয়ালশ ২টি করে উইকেট পান।
ম্যাচ সেরা হয়েছেন কাইল মেয়ার্স ও সিরিজ সেরা হয়েছেন আকিল হোসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ৩০৮/৫ (৫০), হোপ ২৪, মেয়ার্স ১২০, ব্রুকস ১০১*, পুরান ৭, কিং ১০, আকিল ৩, বোনার ১৯*; ভ্যান বিক ১০-১-৫৮-১, কিংমা ৯-০-৬৬-১, ক্লেইন ৮-০-৫২-১, ডি লিডে ৫-১-৩৪-১, আরিয়ান ১০-১-৪৪-১
নেদারল্যান্ডসঃ ২৮৮/১০ (৪৯.৫), বিক্রমজিৎ ৫৪, ও’ডাওড ৮৯, মুসা ৪২, ডি লিডে ২৫, এডওয়ার্ডস ১৮, নিদামানুরু ৮, ভ্যান বিক ১৫, সিলার ১৬, আরিয়ান ১*, ক্লেইন ২, কিংমা ০; সিলস ১০-০-৫৯-১, আকিল ১০-১-৫২-২, লুইস ৯.৫-০-৬৭-৩, মেয়ার্স ৭-১-৩১-১, ওয়ালশ ১০-১-৫৪-২
ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে জয়ী
ম্যাচ সেরাঃ কাইল মেয়ার্স ( ওয়েস্ট ইন্ডিজ)
সিরিজ সেরাঃ আকিল হোসেন ( ওয়েস্ট ইন্ডিজ)।