ফলো অনে পড়লো শ্রীলঙ্কা

featured photo1 18
Vinkmag ad

গল টেস্টে ফলো অন এড়াতে না পারা শ্রীলঙ্কা দলকে ফলো অন করাননি ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তবে কলম্বো টেস্টে ১ম ইনিংসে ১৮৩ রানে গুঁটিয়ে যেয়ে ফলো অনে পড়েছে শ্রীলঙ্কা।

ভারতের ১ম ইনিংসের রানের চেয়ে ৪৩৯ রান পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা।

দুই ওপেনারকে হারিয়ে স্কোরবোর্ডে ৫০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো শ্রীলঙ্কা। তৃতীয় দিনের ১ম সেশনেই বাকি ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করতে পেরেছে মাত্র ১৩৩ রান।

DGcjy9EVwAAFWl8
শুধু অশ্বিনের বদৌলতেই আজ তিনবার উল্লাসে মেতেছে ভারতীয়রা

গতদিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল ফিরে যান দ্রুতই। চান্দিমালকে ফেরান জাদেজা, মেন্ডিসকে যাদব। ৫ম উইকেট জুটিতে আক্রমণাত্মক খেলা খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিরোশান ডিকওয়েলা। তবে দলীয় ১১৭ রানের মাথায় পুজারার দারুণ এক ক্যাচে অশ্বিনের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন ম্যাথুস। শ্রীলঙ্কার হয়ে একমাত্র অর্ধশতক করেন নিরোশান ডিকওয়েলা। তবে ৫১ রান করেই সাজঘরের পথ ধরেন তিনি।

266580
অশ্বিন ছাড়িয়েছেন হরভজনকে

আগের দিনে দুই ও আজকে তিন উইকেট পেয়ে টেস্ট ক্রিকেটে ২৬তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান রবিচন্দন অশ্বিন। ভারতীয় বোলারের মধ্যে একমাত্র অনিল কুম্বলের অশ্বিনের চেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। এই ইনিংসেই ছাড়িয়েছেন হরভজন সিংকে।

এদিকে অশ্বিনের পর ২য় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেটের মালিক বনেছেন রবীন্দ্র জাদেজা (৩২ টেস্ট)। অবশ্য শুধু বামহাতি বোলারদের বিবেচনায় আনলে জাদেজাই দ্রুততম বোলার। এর আগে দ্রুততম ছিলেন অজি পেসার মিশেল জনসন।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত ৬২২/৯ (১ম ইনিংস), পুজারা ১৩৩, রাহানে ১৩২, হেরাথ ৪/১৫৪

শ্রীলঙ্কা ১৮৩/১০ (১ম ইনিংস), ডিকওয়েলা ৫১, ম্যাথুস ২৬, পেরেরা ২৫, অশ্বিন ৫/৬৯, শামি ২/১৩, জাদেজা ২/৮৪।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

ছিটকে গেলেন প্যাটিনসন, কপাল খুললো বার্ডের

Read Next

আইসিইউ থেকে কেবিনে সুজন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share