

আইপিএলের ১ম আসরে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো গুজরাট টাইটান্স। প্রথমবারের মত অধিনায়ক হয়ে শিরোপা জিতলেন হার্দিক পান্ডিয়া। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নেতৃত্বের পর ফাইনালের মহারণে হার্দিকের অলরাউন্ড নৈপুণ্যে রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।
জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার পর শিরোপা নির্ধারণী মঞ্চে অবশ্য লড়াইটা একপেশে হয়েছে। টসের লড়াইয়ে জয় পেলেও ম্যাচে যেন আধিপত্য বিস্তার করা ভুলে গিয়েছিল রাজস্থান। বরং স্নায়ুচাপ ধরে রেখে গুজরাটই গ্রুপ পর্বের পর ১ম কোয়ালিফায়ার ও ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লক্ষ ৪ হাজার ৮৫৯ দর্শকের সামনে শুরুতে ব্যাটিংয়ে নেমে গুজরাটের বোলারদের সামনে রাজস্থানের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। সর্বসাকুল্যে ৯ উইকেটে মাত্র ১৩০ রান করে। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার জস বাটলার দলের হয়ে এদিনও সবচেয়ে বেশি রান করেন। ৩৯ রান করতে অবশ্য তিনি বল খেলেছেন ৩৫টি। এছাড়া যশস্বী জ্যাসওয়াল ২২ ও রিয়ান পরাগ ১৫ রান করেন।
৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে বাটলার, সাঞ্জু স্যামসন ও শিমরন হেটমেয়ারের মত ৩ বাঘা ব্যাটসম্যানের উইকেট নিয়েছেন হার্দিক। সাই কিশোর পান ২ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণার দারুণ বোলিংয়ে ২৩ রানে ২ উইকেট হারিতে বসে গুজরাট। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন হার্দিক। ওপেনার শুবমান গিলকে নিয়ে ৬৩ রানের মূল্যবান জুটি গড়েন হার্দিক।
৩০ বলে ৩৪ রান করে হার্দিক আউট হলেও বাকি পথটা সহজে পার করেন শুবমান ও ডেভিড মিলার। ফাইন লেগে বিশাল ছক্কা হাঁকিয়ে ১১ বল হাতে রেখে জয় এনে দেন শুবমান, সেই সাথে ১ম আসরে বাজিমাত করে ট্রফি জিতে নেয় গুজরাট।
৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন শুবমান। কম যাননি মিলারও। ১৯ বলে অপরাজিত ৩২ রান করেন তিনি।
রাজস্থানের পক্ষে বোল্ট, কৃষ্ণা ও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হার্দিক পান্ডিয়া। টুর্নামেন্ট সেরা হয়েছেন জস বাটলার।
২০০৮ সালে আইপিএল অভিষেকে শিরোপা জিতেছিল শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস। নিজেদের প্রথম আইপিএলে সেই কীর্তি গড়তে ফাইনালে গুজরাট টাইটান্স হারাল রাজস্থানকেই।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজস্থান রয়্যালসঃ ১৩০/৯ (২০), জ্যাসওয়াল ২২, বাটলার ৩৯, স্যামসন ১৪, পাডিকাল ২, হেটমেয়ার ১১, অশ্বিন ৬, পরাগ ১৫, বোল্ট ১১, ম্যাকয় ৮, কৃষ্ণা ০*; শামি ৪-০-৩৩-১, ইয়াশ দয়াল ৩-০-১৮-১, রাশিদ ৪-০-১৮-১, হার্দিক ৪-০-১৭-৩, সাই কিশোর ২-০-২০-২
গুজরাট টাইটান্সঃ ১৩৪/৩ (১৮.১), সাহা ৫, শুবমান ৪৫*, ওয়েড ৮, হার্দিক ৩৪, মিলার ৩২*; বোল্ট ৪-১-১৪-১, কৃষ্ণা ৪-০-৪০-১, চাহাল ৪-০-২০-১
ফলাফলঃ গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ হার্দিক পান্ডিয়া (গুজরাট টাইটান্স)
টুর্নামেন্ট সেরাঃ জস বাটলার (রাজস্থান রয়্যালস)।