

হারপ্রীত ব্রারের চমৎকার বোলিং ও লিয়াম লিভিংস্টোনের বিধ্বংসী ব্যাটিংয়ে নিষ্প্রাণ ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে।
টুর্নামেন্ট থেকে দুই দলের এর আগেই বিদায় নিশ্চিত হয়েছে। শুরুতে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদ ৮ উইকেটে ১৫৭ রান করে। সর্বোচ্চ ৪৩ রান ওপেনার অভিষেক শর্মার। রোমারিও শেফার্ড অপরাজিত ২৬ ও ওয়াশিংটন সুন্দর ২৫ রান করেন।
পাঞ্জাবের পক্ষে হারপ্রীত ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন। নাথান এলিস ৩ উইকেট পেলেও রান দিয়েছেন ৪০।
জবাবে লিভিংস্টোনের হাফ সেঞ্চুরি ছুই ছুই ইনিংসে ১৫.১ ওভারে জয় পেয়ে যায় পাঞ্জাব। লিভিংস্টোন মাত্র ২২ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া শিখর ধাওয়ান ৩৯ ও জনি বেয়ারস্টো ২৩ রান করেন।
হায়দ্রাবাদের ফজল হক ফারুকি ২ উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার যায় হারপ্রীত ব্রারের পক্ষে।
সংক্ষিপ্ত স্কোরঃ
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৫৭/৮ (২০), প্রিয়াম ৪, অভিষেক ৪৩, ত্রিপাঠি ২০, মার্করাম ২১, পুরান ৫, সুন্দর ২৫, শেফার্ড ২৬*, সুচিথ ০, ভুবনেশ্বর ১, উমরান ০*; রাবাদা ৪-০-৩৮-১, হারপ্রীত ৪-০-২৬-৩, এলিস ৪-০-৪০-৩
পাঞ্জাব কিংসঃ ১৬০/৫ (১৫.১), শিখর ৩৯, বেয়ারস্টো ২৩, শাহরুখ ১৯, মায়াঙ্ক ১, লিভিংস্টোন ৪৯*, জিতেশ ১৯, প্রেরক ৪*; সুন্দর ২-০-১৯-১, ফারুকি ৪-০-৩২-২, সুচিথ ৪-০-৩৮-১, উমরান ২.১-০-২৪-১
ফলাফলঃ পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ হারপ্রীত ব্রার (পাঞ্জাব কিংস)।