

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর আগে শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড বলছেন তারা পরিসংখ্যান ও ইতিহাস বিবেচনা করেই একাদশ সাজাবেন। ফলে মিরপুরের মন্থর উইকেটে স্পিনে আধিক্য দিবে সফরকারীরা সেটাই খোলাসা হচ্ছে।
স্বাগতিক বাংলাদেশও এই ম্যাচে স্পিন আক্রমণে দিবে বাড়তি প্রাধান্য। তবে উপমহাদেশের দল হওয়াতে বলে দুই পক্ষের স্পিন লড়াইটা ভালোই জমার কথা।
ড্র হওয়া চট্টগ্রাম টেস্ট শেষে দুই দলই ঢাকায় ফেরে ২০ মে। তবে সূচিতে থাকলেও ২১ মে এর অনুশীলন বাতিল করে। ফলে ঢাকা টেস্টের আগে প্রস্তুতির জন্য সুযোগ পেলো কেবল ম্যাচের আগেরদিন।
শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পূর্ববর্তী দিনের সংবাদ সম্মেলনে আসেন কোচ সিলভারউড। ততক্ষণে দল নামেনি অনুশীলনে। ফলে দেখা হয়নি উইকেট।
উইকেট না দেখলেও পরিসংখ্যানকে আমলে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন,
‘আমি এখানকার উইকেট দেখিনি কিন্তু যারা এই উইকেট সম্পর্কে জানে আমার কোচিং স্টাফের তাদের সাথে কথা বলেছি। আমি আমাদের সহকারী কোচের (নাভিদ নেওয়াজ) সাথে কথা বলবো যেন এখানকার উইকেট কেমন আচরণ করে তা আরও ভালোভাবে জানতে পারি।’
‘বাংলাদেশে কাটানো তার (বাংলাদেশ যুব দলের প্রধান কোচ হয়ে চার বছর কাটান নেওয়াজ) সময় থেকে অর্জিত জ্ঞান আমরা নিতে চাই এবং অধিনায়ক যেন নিশ্চিত করতে পারে কন্ডিশন বিবেচয়ানায় তার সেরা একাদশ নিয়ে নামছে।’
‘আমরা প্রতিটি মাঠের পরিসংখ্যান নিয়েই ভাবি। এর আগে এখানে কেমন ফল হয়েছে সেটা দেখি, ব্যাটিং ও বোলিং লাইন আপ কেমন হয় সেসবও। আমরা ইতিহাসকে বিবেচনায় নিই এবং সেভাবে দল নির্বাচন করি। আমরা সেরা ১২ জনের একটা তালিকাও করেছি তবে এই মুহূর্তে সেটা বলতে চাচ্ছি না।’