পাপনের খুঁজে বের করা কারণ মুমিনুলের অস্বীকার

পাপনের খুঁজে বের করা কারণ মুমিনুলের অস্বীকার
Vinkmag ad

দুই ম্যাচ টেস্ট সিরিজে টানা ১০ দিন মাঠে খেলার মাইন্ডসেট নেই বাংলাদেশের খেলোয়াড়দের, কোচিং স্টাফরা এমনটাই জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক মুমিনুল হক অবশ্য এই অভিযোগ অস্বীকার করলেন।

দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচ টেস্ট সিরিজে ভরাডুবি বাংলাদেশের। ৫৩ ও ৮০ রানে অলআউট হওয়ার নজিরও দেখা যায়। ঐ সফর শেষে দেশে ফেরা বাংলাদেশ দলের কোচিং স্টাফদের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি। পরে সংবাদ মাধ্যমে কথা বলে জানিয়েছেন ব্যর্থতার কারণ।

তিনি বলেন, ‘‘অনেক আলাপ আলোচনা হয়েছে একটা জিনিস কোচিং স্টাফদের কাছ থেকে মনে হলো যে, ওরা আমাকে উদাহরণ দিচ্ছিল শেষ ৪-৫ টা টেস্ট ম্যাচের। এমনকি পাকিস্তানের সঙ্গে খেললাম প্রথম টেস্টটা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। দ্বিতীয় টেস্টে গিয়ে একেবারে ধরাশয়ী।’

‘একটা জিনিস ওরা (কোচিং স্টাফ) মনে করে আসলে ১০ দিন খেলার মাইন্ডসেটটাই নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মাইন্ডসেটটা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষে ৩ দিনের বিরতির পর আগামীকাল (২৩ মে) দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ফলে বিসিবি সভাপতির দেওয়া বক্তব্য অনুসারে এই টেস্টে মানসিকভাবে পিছিয়ে থাকার কথা। তবে মুমিনুল বলছেন এমন কিছুই নয়, বরং ঢাকা টেস্টের আগামী ৫ দিন গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

এ নিয়ে তার ভাষ্য, ‘আমার তো মনে হয় না এরকম কোনো কিছু হয় (১০ দিন খেলার মাইন্ড সেট না থাকা)। এভাবে চিন্তা করলে কঠিন। আমার কাছে মনে হয় আগামী ৫ দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ৫ দিনে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন মাঠে কেমন এটিটিউড থাকে, কীভাবে পজিটিভ থাকি এটা গুরুত্বপূর্ণ। ১০ দিন খেলা কঠিন আমার মনে হয় না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মিরপুরের স্পিন স্বর্গেও পেসারদের সংস্কৃতি বজায় রাখবে বাংলাদেশ

Read Next

কারণ ছাড়া বাংলাদেশে এসে যা করবেন আইসিসি চেয়ারম্যান

Total
0
Share