

অবসরের সব ইঙ্গিত উড়িয়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনি জানালেন, পরের মৌসুমে তিনি ও তাঁর দল চেন্নাই সুপার কিংস ফিরবে আরও শক্তিশালী রূপে। চেন্নাইয়ে না খেলে বিদায় জানানোটা খুব অন্যায় হবে, আর তাইতো ঘরের মাঠেই আইপিএলকে বিদায় জানাবেন ধোনি। মূলত সমর্থকদের কথা চিন্তা করেই ধোনির এমন সিদ্ধান্ত।
#THA7A will roar back stronger in Anbuden! ????#VaaThala #Yellove #WhistlePodu ???????? pic.twitter.com/egR6MyyrZv
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2022
চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজের ১৫ তম আইপিএল খেলছেন ধোনি। নক আউটে উঠতে পারেনি তাঁর দল। আগামী বছরও কি চেন্নাইয়ের হয়ে খেলবেন? অবসর নয়, চেন্নাইয়ের জার্সিতে আবার খেলবেন ধোনি,
‘অবশ্যই (আগামী আসরে খেলব)। কারণটি, খুব সহজ ব্যাপার। চেন্নাইয়ে না খেলে বিদায় জানানোটা অন্যায় হবে। মুম্বাই এমন একটা জায়গা, যেখানে দল ও ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের সমর্থকদের জন্য সেটা খুব খারাপ হবে। আশা করি, পরের বছর বিভিন্ন মাঠে খেলা হবে। বিভিন্ন মাঠে, বিভন্ন শহরে গিয়ে সমর্থকদের ধন্যবাদ জানাতে পারব।’
And he said.. YES! ????#THA7A #WhistlePodu #Yellove ????https://t.co/E2Hj2CtW4f
— Chennai Super Kings (@ChennaiIPL) May 21, 2022
আগামী আইপিএল আসরই ধোনির শেষ আসর? এমন প্রশ্নে ধোনি জানালেন,
‘তবে সেটাই আমার শেষ বছর কি না সেটা বড় প্রশ্ন। দু’বছর পর কী হবে তা এখনই বলা সম্ভব নয়। পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’
With grit, hope and a whole lot of ????, we will anbuden see you again in 2023!#WhistlePodu #Yellove ???? pic.twitter.com/v6NHkGqRnl
— Chennai Super Kings (@ChennaiIPL) May 21, 2022