

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২২ এর লিগ পর্যায়ে বাকি আর মাত্র দুইটি ম্যাচ। যেখানে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। সে ম্যাচের ফলে প্লে অফের ৪ দলে কোন প্রভাব পড়বে না। তবে আজকের মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ ২ দলের জন্য খুবই গুরুত্বপুর্ণ।
দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই ৪র্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স জিতলে ৪ নম্বর জায়গা ধরে রেখে প্লে অফ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থনে তাই আজ ব্যাঙ্গালোর সমর্থকরাও।
#RedTurnsBlue for today! A letter to @mipaltan from RCB. ????????
We’re backing you to #PlayBold all the way. Go get ‘em, champs! ????????#WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #MIvDC pic.twitter.com/MDFYFv20lb
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 21, 2022
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের নীল রঙে সেজেছে ব্যাঙ্গালোর।
#NewProfilePic pic.twitter.com/IqRXDRDQ0E
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 21, 2022
এছাড়া ব্যাঙ্গালোরের ক্রিকেটাররাও সঙ্গত কারণে সমর্থন দিচ্ছেন মুম্বাইকে।
Found this in archives ????????#MIvDC pic.twitter.com/laTOcFAeDM
— DK (@DineshKarthik) May 21, 2022
Tonight, RCB = Royal Challengers Bombay ???? #MIvDC #IPL2022 pic.twitter.com/leQm04ozXG
— Wasim Jaffer (@WasimJaffer14) May 21, 2022
Every RCB fan today ????#IPL2022 #MIvDC pic.twitter.com/JLxaZlvL1t
— Sport360° (@Sport360) May 21, 2022