এশিয়া কাপের প্রথম বিকল্প ভেন্যু বাংলাদেশ, শ্রীলঙ্কাকে কষ্ট দিতে নারাজ পাপন

জ্যামের কারণে পিছিয়ে গেলো ক্রিকেটারদের সাথে পাপনের বৈঠক!
Vinkmag ad

রাজনৈতিক অস্থিরতায় আসন্ন এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে যেতে পারে বলে আভাস মিলছে। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নামই আছে সবার আগে। তবে নিজে থেকে এ নিয়ে কথা বলে খারাপ সময় পার করা শ্রীলঙ্কাকে কষ্ট দিতে নারাজ বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগস্টের শেষ দিকে লঙ্কা দ্বীপে আয়োজন হবে এশিয়া কাপ, সেভাবেই সূচি প্রস্তুত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু দেশটিতে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ আয়োজন থেকে সরে আসতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আর সেটি হলে প্রথম বিকল্প ভেন্যু হিসেবে যৌক্তিক সব কারণে বাংলাদেশই দৌড়ে এগিয়ে। তবে আগ বাড়িয়ে নিজেরা এ নিয়ে কিছু বলতে চান না। বর্তমান আয়োজক দেশ শ্রীলঙ্কা নিজেদের অপারগতার কথা জানানোর অপেক্ষায় বিসিবি বস।

এই ইস্যুতে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আইপিএল ফাইনাল দেখতে আইসিসি ও এসিসির প্রতিনিধিদের মিলনমেলাতে। আগামী ২৪ মে আইপিলের প্লে-অফ ও ফাইনাল দেখতে ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি। সঙ্গী হিসেবে থাকবেন আইসিসি সভাপতি গ্রেগ ব্রেসলে।

ভারত যাওয়ার আগে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিন (২৩ মে) মাঠে বসে দেখার কথা রয়েছে তার।

এশিয়া কাপ প্রসঙ্গে গতকাল (২০ মে) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা উদযাপন অনুষ্ঠানে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে এটা (এশিয়া কাপ) এবার শ্রীলঙ্কায় হওয়ার কথা। ওদের অবস্থা খারাপ বর্তমানে, ওদের বোর্ডও খুব ভালো অবস্থায় নেই এই মুহূর্তে। এ সময়ে এসে এটা কোনো প্রশ্ন হল? সময় বলে দেবে।’

‘তবে আমার মনে হচ্ছে হ্যাঁ আমার ২৪ তারিখ যাওয়ার কথা, আইসিসি চেয়ারম্যান যে আসছে তার সাথেই আইপিএলে কোলকাতায় প্লে-অফ ম্যাচগুলো দেখা এবং ২৭ তারিখে দেখা এবং ২৯ তারিখে ফাইনাল। এটাতে শুধু আমরা যাচ্ছি না, প্রায় সবাই যাচ্ছে (বিভিন্ন বোর্ডের প্রতিনিধি)। সম্ভবত সব পরিচালক (আইসিসির ও এসিসির)। সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে।’

‘এ সময়ে এটা (এশিয়া কাপ আয়োজন) নিয়ে কথা বলা আমার মনে হয় আমাদের উচিৎ হবে না। যদি এটা বদলে (সূচি) যায় অবশ্যই প্রথম বিকল্প তো থাকবে বাংলাদেশ। যদি ওরা মনে করে পারবে না, তখন কেউ কনটেন্ট করলে সেটা অবশ্যই বাংলাদেশ।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সোহানকে ২৫ লাখ টাকা পারফরম্যান্স বোনাস দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

Read Next

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিলেন মুশফিক

Total
0
Share