ব্যাট হাতে রাজস্থানকে জেতালেন অশ্বিন

ব্যাট হাতে রাজস্থানকে জেতালেন অশ্বিন
Vinkmag ad

যশস্বী জ্যাসওয়ালের হাফ সেঞ্চুরি ও রবিচন্দ্রন অশ্বিনের ক্লিনিকাল ফিনিশিংয়ে দারুণ জয় দিয়ে লখনৌ সুপার জায়ান্টসকে হটিয়ে ১ম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে তারা হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। বিফলে যায় মইন আলির সেঞ্চুরি ছুই ছুই ইনিংস। কোয়ালিফায়ারে রাজস্থানের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স।

১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে দৃষ্টিনন্দন ব্যাটিং করতে থাকেন জ্যাসওয়াল। তবে দলের তারকা ব্যাটসম্যানরা এদিন ব্যর্থতার পরিচয় দেন।

জ্যাসওয়াল ফিফটির পরে বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৪ বলে ৫৯ রানে তিনি ফিরে গেলে হারের আশঙ্কা জেগে ওঠে রাজস্থানের। তবে সকল শঙ্কা কাটিয়ে অশ্বিন ম্যাচজয়ী ইনিংস খেলে ২ বল হাতে রেখে দলকে জয় পাইয়ে দেন।

২৩ বলে ২ চার ও ৩ ছয়ে ৪০ রানে অপরাজিত থাকেন অশ্বিন। গুরুত্বপূর্ণ সময়ে এমন অনবদ্য ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

চেন্নাইয়ের পক্ষে প্রশান্ত সোলাঙ্কি ২ উইকেট পান।

এর আগে চেন্নাই ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫০ রান করে। মইন আলি একাই করেন ৯৩ রান। ৫৭ বলের ইনিংসে ছিল ১৩ চার ও ৩ ছয়। এছাড়া অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি করেন ২৬ রান।

রাজস্থানের পক্ষে যুজবেন্দ্র চাহাল ও ওবেদ ম্যাকয় ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

চেন্নাই সুপার কিংসঃ ১৫০/৬ (২০), রুতুরাজ ২, কনওয়ে ১৬, মইন ৯৩, জগদিসান ১, রায়ডু ৩, ধোনি ২৬, স্যান্টনার ১*, সিমারজিৎ ৩*; বোল্ট ৪-০-৪৪-১, অশ্বিন ৪-০-২৮-১, চাহাল ৪-০-২৬-২, ম্যাকয় ৪-০-২০-২

রাজস্থান রয়্যালসঃ ১৫১/৫ (১৯.৪), জ্যাসওয়াল ৫৯, বাটলার ২, স্যামসন ১৫, পাডিকাল ৩, অশ্বিন ৪০*, হেটমেয়ার ৬, পরাগ ১০*; সিমারজিৎ ৩-০-১৮-১, স্যান্টনার ৩-০-১৫-১, মইন ৪-০-২১-১, সোলাঙ্কি ২-০-২০-২

ফলাফলঃ রাজস্থান রয়্যালস ৫ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ রবিচন্দ্রন অশ্বিন (রাজস্থান রয়্যালস)।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশে কোচ হয়ে আসছেন স্টুয়ার্ট ল, ওয়াসিম জাফর

Read Next

সোহানকে ২৫ লাখ টাকা পারফরম্যান্স বোনাস দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

Total
0
Share