

চট্টগ্রাম টেস্ট দিয়ে ফেরা নাইম হাসান ম্যাচেই চোট পেয়ে ঢাকা টেস্টে অনিশ্চিত এই খবর আগেভাগেই হয়তো পড়ে ফেলেছেন। এবার এই ইস্যুতে এসেছে আনুষ্ঠানিক ঘোষণাও।
বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন নাইম হাসান।
আঙুলের চোটেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে থেকে শুরু হতে যাওয়া ২য় টেস্ট মিস করতে চলেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজীদ ইসলাম নাইম হাসানের ইনজুরি নিয়ে বলেন, ‘প্রথম টেস্টে ব্যাটিং ও ফিল্ডিং করার সময় নাইম হাসানের ডান হাতের মধ্যমা আঙুলে কনটিউশন হয়। ম্যাচের পর এক্স রে করে অবলিক ফ্র্যাকচার পাওয়া যায়। সে দ্বিতীয় টেস্ট মিস করবে।
আমরা তার রিহ্যাব ও সেরে ওঠা নিয়ে সিদ্ধান্ত নেবার আগে বিশেষজ্ঞর পরামর্শ নিব।’
নাইম হাসানের ঢাকা টেস্ট মিস করার কথা জানালেও তার কোন বিকল্পের নাম ঘোষণা করেনি বিসিবি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২য় টেস্ট শুরু হবে ২৩ মে।
২য় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড-
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কামিল মিশ্র, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীন জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।