

ইংল্যান্ডে অবস্থানরত নিউজিল্যান্ড শিবিরে করোনার হানা। ব্রাইটনে সাসেক্সের বিপক্ষে প্রথম ট্যুর ম্যাচের আগে করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে আছেন কিউই শিবিরের ৩ জন।
হেনরি নিকোলস, ব্লেয়ার টিকনার ও বোলিং কোচ শেন জার্গেনসন শুক্রবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ প্রমাণিত হন। এই মুহূর্তে হোটেলে ৫ দিনের রুম আইসোলেশন শুরু করেছেন তারা।
NEWS | Henry Nicholls, Blair Tickner and Shane Jurgensen have begun 5 days of hotel room isolation after testing positive for Covid-19.
The remainder of the tour party have returned negative results and today’s 4-day Tour match will go ahead as planned.https://t.co/rj2YwSuLsA
— BLACKCAPS (@BLACKCAPS) May 20, 2022
কিউই শিবিরের বাকি অংশ অবশ্য করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন। এবং চার দিনের ট্যুর ম্যাচ চলবে সূচি অনুযায়ীই।
It’s matchday against @BLACKCAPS. 🇳🇿 🙌
We are scheduled to get underway at 11am, but with the rain falling this morning in Hove the start of play is likely to be delayed. 🌧 We’ll provide more updates when we have them. 🏏 #GOSBTS pic.twitter.com/zhzBCDlUnD
— Sussex Cricket (@SussexCCC) May 20, 2022
আগামী ২ জুন লর্ডসে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১০জুন ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্ট এবং ২৩ জুন হেডিংলিতে তৃতীয় টেস্ট খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডুফি, ক্যামেরুন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়েগনার ও উইল ইয়াং।
প্রথম দুই টেস্টের ইংল্যান্ড স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ফোকস, জ্যাক লিচ, আলেক্স লিস, ক্রেইগ ওভারটন, ম্যাথু পটস, অলি পোপ এবং জো রুট।