ইংল্যান্ডে নিউজিল্যান্ড শিবিরে করোনার হানা

ইংল্যান্ডে নিউজিল্যান্ড শিবিরে করোনার হানা
Vinkmag ad

ইংল্যান্ডে অবস্থানরত নিউজিল্যান্ড শিবিরে করোনার হানা। ব্রাইটনে সাসেক্সের বিপক্ষে প্রথম ট্যুর ম্যাচের আগে করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে আছেন কিউই শিবিরের ৩ জন।

হেনরি নিকোলস, ব্লেয়ার টিকনার ও বোলিং কোচ শেন জার্গেনসন শুক্রবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ প্রমাণিত হন। এই মুহূর্তে হোটেলে ৫ দিনের রুম আইসোলেশন শুরু করেছেন তারা।

কিউই শিবিরের বাকি অংশ অবশ্য করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন। এবং চার দিনের ট্যুর ম্যাচ চলবে সূচি অনুযায়ীই।

আগামী ২ জুন লর্ডসে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১০জুন ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্ট এবং ২৩ জুন হেডিংলিতে তৃতীয় টেস্ট খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডুফি, ক্যামেরুন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়েগনার ও উইল ইয়াং।

প্রথম দুই টেস্টের ইংল্যান্ড স্কোয়াড:

বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ফোকস, জ্যাক লিচ, আলেক্স লিস, ক্রেইগ ওভারটন, ম্যাথু পটস, অলি পোপ এবং জো রুট।

৯৭ ডেস্ক

Read Previous

আউট হয়ে মেজাজ হারানো ম্যাথু ওয়েডকে ভর্ৎসনা

Read Next

সবাই বলছে বিশ্রাম দরকার, কোহলি জানালেন ‘সবচেয়ে আনন্দময় সময়ে আছি’

Total
1
Share