ঢাকা টেস্টে অনিশ্চিত নাইম হাসান

নাইমের জোড়া আঘাতে টাইগার শিবিরে স্বস্তি
Vinkmag ad

২২ বছর বয়সী নাইম হাসান নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। স্পিনার হলেও ছোট্ট ক্যারিয়ারে চোটের কবলে পড়ে দলের বাইরে গিয়েছেন একাধিকবার। যে চট্টগ্রাম টেস্ট ছিল নাইমের প্রত্যাবর্তনের মঞ্চ, সেখানে দারুণ পারফর্ম করা নাইম এখন অনিশ্চিত ঢাকা টেস্টে।

নিজ শহরের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া নাইম হাসান আঙুলে চোট পেয়েছেন। সেই চোট নিয়েই বল করেছেন দ্বিতীয় ইনিংসে। এমতাবস্থায় ঢাকা টেস্টে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এমনিতে চট্টগ্রাম টেস্ট হয়েছে ড্র, শেষ দিনে এক ঘন্টা বাকি থাকতেই ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে ১০৫ রান খরচে ৬ উইকেট নেওয়া নাইম হাসান হয়েছেন মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার অব দ্য ম্যাচ। ২য় ইনিংসে অবশ্য তেমন কার্যকর ছিলেন না।

নিজের বলে ফিল্ডিং করতে যেয়ে ডান হাতের মধ্য আঙ্গুলে চোট পেয়েছেন নাইম। এক্স রে রিপোর্টে ধরা পড়েছে সেই আঙুল ভেঙে গেছে।

এমনিতে আরেক অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের চোটে এই সিরিজে সুযোগ মিলেছিল নাইম হাসানের। চোটে পড়ে চট্টগ্রাম টেস্টের মাঝেই ছিটকে গেছেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ তো ছিলেন না সিরিজ জুড়েই। এখন নাইম হাসানের চোট। বাংলাদেশ দলে চোটের মিছিল লম্বাই হচ্ছে।

নাইম হাসান যদি শেষ টেস্টে খেলার অবস্থায় না থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ দলের স্কোয়াডে আর কোন বিশেষজ্ঞ অফ স্পিনার নেই। দীর্ঘদিন দলের বাইরে থাকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য কাজ চালানোর মত অফ স্পিনটা করতে পারেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২য় টেস্ট শুরু হবে ২৩ মে।

২য় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড-

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাইম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড-

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কামিল মিশ্র, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীন জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

৯৭ প্রতিবেদক

Read Previous

‘বেন স্টোকস: ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ’

Read Next

আউট হয়ে মেজাজ হারানো ম্যাথু ওয়েডকে ভর্ৎসনা

Total
0
Share