‘বেন স্টোকস: ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ’

featured photo updated v 4

ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন অলরাউন্ডার বেন স্টোকস। এরমধ্যেই জানা গেল অস্কার বিজয়ী হলিউড পরিচালক স্যাম মেন্ডেসের তৈরি অ্যামাজন প্রাইমের ডকুমেন্টারিতে দেখা যাবে বেন স্টোকসকে। প্রাইম ভিডিওর ‘বেন স্টোকস: ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে।

বেন স্টোকস নিঃসন্দেহে ইংলিশ ক্রিকেটের অন্যতম ‘সুপারহিরো’। গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল কিংবা সে বছরই হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তাঁর অবিস্মরণীয় মহাকাব্যিক এক ইনিংস, ১৩৫* রানের ম্যাচ জেতানো ইনিংস, এ সব কিছুই স্টোকসকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

অ্যামাজন প্রাইমের প্রকাশিত ২:৪৪ সেকেন্ডের এক প্রমো ভিডিওতে, বাম-হাতি ব্যাটারের ক্রিকেট যাত্রা, তাঁর জীবন এবং এখন পর্যন্ত ক্রিকেট ক্যারিয়ারে তাঁর সংগ্রামগুলো হাইলাইট করা হয়েছে।

যেখানে তিনি এখন পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ারের উঠানামা নিয়ে আলোচনা করবেন। হলিউড পরিচালক স্যাম মেন্ডেসের তৈরি ‘বেন স্টোকস: ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ’ নামের তথ্যচিত্রটি এই বছরের শেষের দিকে মুক্তি পাবে।

৩০ বছরের স্টোকস দেশের হয়ে ৭৯ টেস্ট খেলে ৫ হাজারের বেশি রান করেছেন। বল হাতে দখলে নিয়েছেন ১৭৪ উইকেট। গত বছর মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতিও নিয়েছিলেন। সেই সময়ই আঙুলে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। অ্যাশেজ সিরিজে আবার দলে ফেরেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক হবে জুনে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

বড্ড কঠিন সময়ে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব কাঁধে নিয়েছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। সবশেষ ১৭ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলকে নিয়ে এবার শুরু হবে স্টোকসের নতুন অধ্যায়।

৯৭ ডেস্ক

Read Previous

এশিয়া কাপ ২০২২ঃ হুট করেই আলোচনায় বাংলাদেশ

Read Next

ঢাকা টেস্টে অনিশ্চিত নাইম হাসান

Total
0
Share