এশিয়া কাপ ২০২২ঃ হুট করেই আলোচনায় বাংলাদেশ

এশিয়া কাপ
Vinkmag ad

এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর বড় এক টুর্নামেন্ট। তবে প্রতি আসরেই আয়োজক দেশ কারা হবে তা নিয়ে চলে আলোচনা। এসিসির দুই বড় সদস্য দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বিরোধের কারণ তো থাকেই, এবার আছে শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক বিরূপ অবস্থার প্রভাব।

এবারের এশিয়া কাপ আয়োজনের ভার ছিল শ্রীলঙ্কার কাঁধে। তবে সেদেশের সাম্প্রতিক অবস্থায় এখন শঙ্কা আছে তা নিয়ে। সেক্ষেত্রে এসিসি এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে স্থানান্তর করার কথা আমলে আনছে, এমনটাই খবর ভারতীয় মিডিয়ায়।

সময়টা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু বলেই মধ্যপ্রাচ্যে (সংযুক্ত আরব আমিরাত ও ওমান) এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছে না এসিসি। বাংলাদেশই বিকল্প হিসাবে এগিয়ে থাকলেও সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।

ক্রিকেটডটকমকে এসিসির এক কর্তা জানান,’এসিসি শ্রীলঙ্কার অবস্থা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ এখন অব্দি এক বিকল্প, যদিও চূড়ান্ত হয়নি কিছুই। সংযুক্ত আরব আমিরাত বিকল্পের তালিকায় নেই কারণ সময়টা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু।’

বলাই বাহুল্য এশিয়া কাপ এর আগে করোনা পরিস্থিতির কারণে দুইবার স্থগিত হয়েছে। এশিয়া কাপের সর্বশেষ আসর মাঠে গড়িয়েছিল দুবাইয়ে, যেখানে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

সূচি অনুযায়ী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর।

৯৭ ডেস্ক

Read Previous

অবশেষে জ্বলে উঠলেন কোহলি, জিতল ব্যাঙ্গালোর

Read Next

‘বেন স্টোকস: ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ’

Total
0
Share