

ইংলিশ স্পিডস্টার জফরা আর্চার চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে। খেলতে পারেননি এবারের আইপিএল আসরে। মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার মাঝেই ফের পড়েছেন ইনজুরির কবলে। ফলে এবারের মৌসুমে ইংলিশদের জার্সিতে আর ফেরা হচ্ছে না আর্চারের।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, পরীক্ষায় কোমরের চোট ধরা পড়ায় ইংল্যান্ড ও সাসেক্সের পেসার জফরা আর্চার এই মৌসুমে আর খেলতে পারবেন না। আর্চারের পিঠের নীচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে।
We’re all with you and we’re all gutted for you, @JofraArcher ????
— England Cricket (@englandcricket) May 19, 2022
তিনি কবে ফিট হয়ে ফিরতে পারবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। বোঝাই যাচ্ছে, আবার বড়সড় চোট পেয়েছেন। সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে আর্চারের।
২০২১ সালের মার্চ মাসে ইংল্যান্ডের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আর্চার। কনুইয়ের চোট কাটিয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতার মধ্যে দিয়ে দীর্ঘ সময় পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার মাঝেই পড়েছেন চোটে!
কোমরের চোটে এই গ্রীষ্মে খেলতে দেখা যাবে না আর্চারকে। ফের বিপাকে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। কয়েক দিনের মধ্যে আরও বিস্তারিত ভাবে জানা যাবে আর্চারের চোট সম্পর্কে।