নিষ্প্রাণ ড্রয়ে সমাধান খুঁজে নিল চট্টগ্রাম টেস্ট

নিষ্প্রাণ ড্রয়ে সমাধান খুঁজে নিল চট্টগ্রাম টেস্ট
Vinkmag ad

পঞ্চম দিনের খেলা তখনও ১৮ ওভার বাকি, ম্যাড়ম্যাড়ে চট্টগ্রাম টেস্টে ফলের সম্ভাবনা তার বেশ আগেই শূন্যের কোটায় নেমেছে। চা বিরতির পরের সেশনের প্রতিটি মুহূর্তই যেন কোনো উদ্দেশ্যহীনভাবে কাটিয়েছে দুই দল। অপেক্ষা শুধুই শেষ ঘন্টায় গড়ানোর, কারণ নিয়ম অনুসারে দুই অধিনায়কের সমঝোতায় ড্রয়ে সমাধান খুঁজে নিতে যে শেষ ঘন্টায় যেতে হবে খেলা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তেজনাহীন ড্র মেনে নেয় মুমিনুল হক দিমুথ করুনারত্নে।

১৯২ রানের লিড শ্রীলঙ্কার, ব্যক্তিগত অর্জনে যা একটু সমৃদ্ধ হয়েছে নিরোশান ডিকওয়েলা, পেয়েছেন ফিফটির দেখা।

হাতে ৮ উইকেট নিয়ে ২৯ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা পঞ্চম দিন সকালে নেমেছে নতুন কৌশল সঙ্গী করে। চতুর্থ দিন শেষে ম্যাচের সম্ভাব্য ফলের ভোটাভোটি করলে শ্রীলঙ্কাকে তালিকার শেষদিকেই রাখতে হত।

তবে পঞ্চম দিন প্রথম সেশনে আগেরদিন অপরাজিত থাকা করুনারত্নের সাথে নামা কুশল মেন্ডিস খেললেন টি-টোয়েন্টি মেজাজে। যেন যত দ্রুত রান সমান করে বাংলাদেশকে মাঝারি মানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া যায়।

করুনারত্নেকে এক পাশে রেখে রীতিমত ঝড়ের আভাস দেন। দুজনে মিলে জুটিতে যোগ করেন ৬৭ রান। যেখানে ৪৩ বলে ৮ চার ১ ছক্কায় ৪৮ রানই আসে মেন্ডিসের ব্যাটে। মেন্ডিসকে বোল্ড করে জুটি ভাঙে তাইজুল। ততক্ষণে লিডের দেখা পেয়ে গেছে সফরকারীরা।

মেন্ডিসের বিদায়ের পর আগের ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুসকে খালি হাতে ফেরান তাইজুল। তবে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে লাঞ্চের আগের সময় পার করে দেন করুনারত্নে।

৪৪ রানে অপরাজিত থাকা করুনারত্নে ক্যারিয়ারের ২৮তম টেস্ট ফিফটি তুলে নেন লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই। তবে তাইজুলের শিকার হয়েই ১৩৮ বলে ২ চারে ৫২ রানে থামেন লঙ্কান দলপতি। সাকিকে পুল করতে গিয়ে মুশফিকের হাতে ধরা পড়েন ৩৩ রান করা ধনঞ্জয়া।

১৬১ রানে ৬ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন কিছুটা হলেও উঁকি দিচ্ছিলো টাইগারদের। কিন্তু চা বিরতির আগে দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলা জুটি যেভাবে জমে যায় তাতে ড্রয়েই সমাধানের পথ খুঁজে নেয় চট্টগ্রাম টেস্ট।

চা বিরতির আগে দুজনে অবিচ্ছেদ্য ৪৩ রানের জুটিতে। লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ২০৫। ৩২ রানে ডিকওয়েলা ও ১৪ রানে অপরাজিত ছিলেন চান্দিমাল।

শেষ সেশনেও নিষ্প্রাণ বোলিং টাইগারদের। সাগরিকার উইকেট যেন পঞ্চম দিনে এসে আরও ব্যাটিং সহায়ক। ম্যাচের ফলে কোনো প্রভাব না ফেলা ফিফটির দেখা পান ডিকওয়েলা।

ম্যাচ ড্রয়ে শেষ হওয়ার আগে তার নামের পাশে ৯৬ বলে অপরাজিত ৬১ রান। চান্দিমাল অপরাজিত ছিলেন ১৩৫ বলে ৩৯ রানে।

টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৯৯ রানের ইনিংসে ভর করে পেয়েছে ৩৯৭ রানের সংগ্রহ। জবাবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৪৬৫ রানে থামে বাংলাদেশ।

৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা পঞ্চম দিন শেষ সেশনে ড্র মেনে নেওয়ার আগে করেছে ৬ উইকেটে ২৬০ রান।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ ড্র ও ১ জয়ে ১৯.০৫ পিসিটি (পয়েন্টের শতাংশ) নিয়ে ৮ নম্বরে আছে বাংলাদেশ। ২ টি করে জয় ও ড্রতে ৪৬.৬৭ পিসিটি নিয়ে ৫ নম্বরে শ্রীলঙ্কা। যথারীতি ৭৫ পিসিটি নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, ১২.৫ পিসিটি নিয়ে ৯ নম্বরে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কা ১ম ইনিংসে ৩৯৭/১০ (১৫৩), ওশাদা ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ৫৪, ম্যাথুস ১৯৯, ধনঞ্জয়া ৬, চান্দিমাল ৬৬, ডিকওয়েলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; নাইম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩

বাংলাদেশ ১ম ইনিংসে ৪৬৫/১০ (১৭০.১) জয় ৫৮, তামিম ১৩৩, শান্ত ১, মুমিনুল ২, মুশফিক ১০৫, লিটন ৮৮, সাকিব ২৬, নাইম ৯, তাইজুল ২০, শরিফুল ৩ (রিটায়ার্ড আউট), খালেদ ০*; আসিথা ২৬-৪-৭২-৩, এম্বুলদেনিয়া ৪৭-৯-১০৪-১, ধনঞ্জয়া ১৯-২-৪৮-১, রাজিথা ২৪.১-৬-৬০-৪

শ্রীলঙ্কা ২য় ইনিংসে ২৬০/৬ (৯০.১), ওশাদা ১৯, করুনারত্নে ৫২, এম্বুলদেনিয়া ২, মেন্ডিস ৪৮, ম্যাথুস ০, ধনঞ্জয়া ৩৩, চান্দিমাল ৩৯*, ডিকওয়েলা ৬১*; তাইজুল ৩৪-৯-৮২-৪, সাকিব ২৫-৫-৫৮-১

ফলাফলঃ ম্যাচ ড্র

ম্যাচসেরাঃ অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা)। 

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলা হচ্ছে না তাসকিন-শরিফুলের!

Read Next

রসিকতা ও সংশয়ে মোড়ানো সংবাদ সম্মেলনেও চিন্তামুক্ত মুমিনুল

Total
0
Share