
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পেস বোলিং বিভাগ নিয়ে বিপাকেই আছে বাংলাদেশ দলের নির্বাচকরা। অন্তত টেস্ট ফরম্যাটে খেলা হচ্ছে না তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের।
দক্ষিণ আফ্রিকা থেকে কাঁধের চোট নিয়ে ফেরা তাসকিনের চলছে পুনর্বাসন প্রক্রিয়া। ইংল্যান্ড থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিরেছেন দেশেও। তবে পুরোপুরি সারতে যে সময় লাগবে তাতে মিস করবেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ।
অন্যদিকে সব ঠিক থাকায় চট্টগ্রাম টেস্টে মাঠে নামা শরিফুল ইসলাম নতুন করে পড়লেন চোটে। ব্যাটিং করার সময় শ্রীলঙ্কা পেসার কাসুন রাজিথার বলে আঘাত পান ডান হাতের কনিষ্ঠা আঙুলের নিচের অংশে, ধরা পড়ে চিড়।
আর তাতেই ৪-৫ সপ্তাহের বিশ্রাম দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। পরে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের চা বিরতির ফাঁকে সংবাদ মাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি আভাস দিয়ে রাখলেন তাসকিন-শরিফুল মিস করতে যাচ্ছেন।
নান্নু বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমরা তাসকিনকে হয়তো টেস্ট পাচ্ছি না। সাদা বলের সিরিজে হয়তো পেতে পারি। তারপরও ২১ তারিখ মেডিকেল ডিপার্টমেন্ট থেকে ফিজিওর রিপোর্ট পাবো। তখন আপনাদের আপডেটটা দিতে পারবো। শরিফুলকে টেস্টে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ওকে আমরা হয়তো সাদা বলে পেতে পারি। তারপরও পুরোপুরি আপডেট আগামী সপ্তাহে ফিতে পারবো।’
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই ম্যাচ টেস্ট সিরিজের সাথে রয়েছে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। যেখানে প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা আগামী ১৬ জুন অ্যান্টিগাতে।