

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ১ম টেস্ট। এই টেস্টের পঞ্চম দিনের খুটিনাটি আপডেট এই লাইভ রিপোর্টে।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা ১ম ইনিংসে ৩৯৭/১০ (১৫৩), ওশাদা ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ৫৪, ম্যাথুস ১৯৯, ধনঞ্জয়া ৬, চান্দিমাল ৬৬, ডিকওয়েলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; নাইম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩
বাংলাদেশ ১ম ইনিংসে ৪৬৫/১০ (১৭০.১) জয় ৫৮, তামিম ১৩৩, শান্ত ১, মুমিনুল ২, মুশফিক ১০৫, লিটন ৮৮, সাকিব ২৬, নাইম ৯, তাইজুল ২০, শরিফুল ৩ (রিটায়ার্ড আউট), খালেদ ০*; আসিথা ২৬-৪-৭২-৩, এম্বুলদেনিয়া ৪৭-৯-১০৪-১, ধনঞ্জয়া ১৯-২-৪৮-১, রাজিথা ২৪.১-৬-৬০-৪
শ্রীলঙ্কা ২য় ইনিংসে ২৬০/৬ (৯০.১), ওশাদা ১৯, করুনারত্নে ৫২, এম্বুলদেনিয়া ২, মেন্ডিস ৪৮, ম্যাথুস ০, ধনঞ্জয়া ৩৩, চান্দিমাল ৩৯*, ডিকওয়েলা ৬১*; তাইজুল ৩৪-৯-৮২-৪, সাকিব ২৫-৫-৫৮-১
ফলাফলঃ ম্যাচ ড্র।
ড্রয়ের পথে ম্যাচঃ
দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলার ৭ম উইকেট জুটিতে ইতোমধ্যে এসেছে ৪৪ রান। তবে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হল এই জুটি খেলে ফেলেছে ১৬.৪ ওভার। যাতে ম্যাচ হারার ভয় কেটেই গেছে দলটির তা বলা যায়। চট্টগ্রামে বাকি শেষ সেশনের খেলা, ইতোমধ্যে শ্রীলঙ্কা এগিয়ে আছে ১৩৭ রানে। ম্যাচ তাই এগোচ্ছে ড্র’র দিকে।
২য় ইনিংসেও ধনঞ্জয়াকে ফেরালেন সাকিবঃ
শ্রীলঙ্কার ১ম ইনিংসে সাকিব আল হাসান প্রথমবার আঘাত হেনেছিলেন ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে। ২য় ইনিংসেও সাকিব আল হাসানের শিকার হয়েই সাজঘরের পথ ধরতে হল ধনঞ্জয়াকে। স্বাচ্ছন্দে খেলতে থাকা ধনঞ্জয়া ব্যক্তিগত ৩৩ রান করে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন। ১৬১ রানের মাথায় শ্রীলঙ্কা হারায় তাদের ৬ষ্ঠ উইকেট।
করুনারত্নেকেও ফেরালেন তাইজুলঃ
১৩৮ বলে ২ চারে ৫২ রান করে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। এক্ষেত্রেও বোলারের নাম তাইজুল ইসলাম। করুনারত্নেকে ফেরাতে দারুণ এক ক্যাচ নেন মুমিনুল হক। ৪৭.১ ওভারে ১৪৩ রানের মাথায় ৫ম উইকেট হারায় শ্রীলঙ্কা।
স্বস্তি নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশঃ
৫ম দিনে শ্রীলঙ্কা শুরু করেছিল দাপট দেখিয়ে। তবে কুশল মেন্ডিসের আউটের পর অ্যাঞ্জেলো ম্যাথুসের ডাকে স্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ৬ উইকেট হাতে থাকা শ্রীলঙ্কার লিড এখন ৬০। বাংলাদেশ নিশ্চিতভাবেই ২য় সেশনে দ্রুত উইকেট তুলে নিতে চাইবে।
View this post on Instagram
ম্যাথুসের ডাকঃ
প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৪০০ ছুঁইছুঁই বল খেলে করেছিলেন ১৯৯ রান। তবে ২য় ইনিংসে তাকে রানের খাতা ই খুলতে দেননি তাইজুল ইসলাম। নিজের বলে নিজেই দারুণ এক ক্যাচ ধরে সাজঘরে ফেরান ম্যাথুসকে।
বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরালেন তাইজুলঃ
আগের দিন ২ উইকেটে ৩৯ রান নিয়ে শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ ৫ম দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে শ্রীলঙ্কা। বিশেষ করে কুশল মেন্ডিস। নিয়মিত বাউন্ডারি আদায় করে নিতে থাকেন তিনি, ছুটছিলেন ফিফটির দিকে।
তবে তাকে হতাশ করে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাইজুল ইসলাম, ভাঙেন করুনারত্নে ও মেন্ডিসে ৮৮ বলে ৬৭ রানের জুটি। দলীয় ১০৬ রানের মাথায় ৩য় উইকেট হারায় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)ঃ
শ্রীলঙ্কা ১ম ইনিংসে ৩৯৭/১০ (১৫৩), ওশাদা ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ৫৪, ম্যাথুস ১৯৯, ধনঞ্জয়া ৬, চান্দিমাল ৬৬, ডিকওয়েলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; নাইম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩
বাংলাদেশ ১ম ইনিংসে ৪৬৫/১০ (১৭০.১) জয় ৫৮, তামিম ১৩৩, শান্ত ১, মুমিনুল ২, মুশফিক ১০৫, লিটন ৮৮, সাকিব ২৬, নাইম ৯, তাইজুল ২০, শরিফুল ৩ (রিটায়ার্ড আউট), খালেদ ০*; আসিথা ২৬-৪-৭২-৩, এম্বুলদেনিয়া ৪৭-৯-১০৪-১, ধনঞ্জয়া ১৯-২-৪৮-১, রাজিথা ২৪.১-৬-৬০-৪
শ্রীলঙ্কা ২য় ইনিংসে ৩৯/২ (১৭.১), ওশাদা ১৯, করুনারত্নে ১৮*, এম্বুলদেনিয়া ২; তাইজুল ১.১-১-০-১
শ্রীলঙ্কা ২য় ইনিংসে ২৯ রানে পিছিয়ে।