

বুলাওয়েতে নামিবিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আম্পায়ারের দিকে ব্যাট তোলার ঘটনার পর জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে তাঁর ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণ বিধি লেভেল-১ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি পেয়েছেন রাজা।
জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা “আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত” দেখান, আর তাতেই তিনি আইসিসির আচরণবিধির ধারা ২.৮ (লেভেল ১) লঙ্ঘন করেছেন। এক বিজ্ঞপ্তিতে আইসিসি এই খবর নিশ্চিত করেছে।
জিম্বাবুয়ের ইনিংসের ১৬তম ওভারে, সিকান্দার রাজাকে ব্যক্তিগত ৩৭ রানে এলবিডব্লিউ আউট হন। বিতর্কিত এই আউট মানতে পারেননি ব্যাটসম্যান রাজা। যখন মাঠের বাইরে চলে চান ব্যাট দেখিয়ে ইঙ্গিত দিয়েছিলেন আম্পায়ারকে যে তিনি আউট ছিলেন না। ড্রেসিংরুমে প্রবেশ করেও রাজা তাঁর হতাশা প্রকাশ করলেন।
ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ছাড়াও, রাজার শাস্তিমূলক রেকর্ডে যোগ হল দু’টি ডিমেরিট পয়েন্ট। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে রাজা অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনও আনুষ্ঠানিক শুনানি হবে না।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ে পাঁচটি টি-টোয়েন্টির প্রথমটিতে ১৫৩ রান সংগ্রহ করে ৭ রানে জয়লাভ করে। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারে।