

দাপুটে এক ইনিংস খেলে কোলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জয়ের একেবারে দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন রিংকু সিং। তবে এভিন লুইসের অবিশ্বাস্য এক ক্যাচে লখনৌ সুপার জায়ান্টসের জয়ের সাক্ষী হয়ে থাকলেন। কুইন্টন ডি ককের সেঞ্চুরির কল্যাণে নাটকীয় ম্যাচে কেকেআরকে মাত্র ২ রানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে লখনৌ। অন্যদিকে এ হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কেকেআর।
টসে জিতে ব্যাটিং নেওয়া লখনৌকে অতিমানবীয় এক ইনিংস উপহার দেন ডি কক। শুরু থেকে শেষ পর্যন্ত কেকেআরের বোলারদের তুলোধুনো করে ৭০ বলে ১০টি করে চার ও ছক্কার সাহায্যে ১৪০ রানে অপরাজিত থাকেন তিনি।
যোগ্য সহচরের ভূমিকা পালন করেন অধিনায়ক লোকেশ রাহুল। ৫১ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। ডি কক ও রাহুলের এমন অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে কোন উইকেট না হারিয়ে ২১০ রান করে লখনৌ।
লখনৌর এমন ব্যাটিংয়ের পর কেকেআরের শুরুটা বেশ বাজে হয়। মহসিন খানের চমৎকার বোলিংয়ে ৯ রানে চলে যান দুই ওপেনার। নিতিশ রানা (৪২) ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরিতে ম্যাচে ফিরে আসে কেকেআর। তবে তারাও গুরুত্বপূর্ণ সময়ে বিদায় নেন।
শেষদিকে রিংকু সিং ও সুনীল নারাইনের চমকপ্রদ ব্যাটিংয়ে জয় প্রায় পেয়ে গিয়েছিল কেকেআর। তবে শেষ দুই বলে লুইসের ক্যাচ ও মার্কাস স্টয়নিসের স্লোয়ারে বোল্ড হয়ে যথাক্রমে রিংকু ও উমেশ যাদব আউট হলে রান প্রসবা ম্যাচে তীরে এসে তরী ডুবায় কেকেআর।
রিংকু মাত্র ১৫ বলে ২ চার ও ৪ ছয়ে ৪০ রান করেন। নারাইন ৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
লখনৌর পক্ষে মহসিন ও স্টয়নিস ৩টি করে উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার পান কুইন্টন ডি কক।
সংক্ষিপ্ত স্কোরঃ
লখনৌ সুপার জায়ান্টসঃ ২১০/০ (২০), ডি কক ১৪০*, রাহুল ৬৮*
কোলকাতা নাইট রাইডার্সঃ ২০৮/৮ (২০), ভেঙ্কটেশ ০, তোমার ৪, নিতিশ ৪২, শ্রেয়াস ৫০, বিলিংস ৩৬, রাসেল ৫, রিংকু ৪০, নারাইন ২১*, উমেশ ০; মহসিন ৪-০-২০-৩, স্টয়নিস ২-০-২৩-৩, বিষ্ণয় ৪-০-৩৪-১, গৌতম ২-০-২৩-১
ফলাফলঃ লখনৌ সুপার জায়ান্টস ২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ কুইন্টন ডি কক (লখনৌ সুপার জায়ান্টস)।