
২০০৫ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। টেস্ট দুনিয়ায় ১৭ বছর ধরে বিচরণ করছেন মুশফিক। ৮১ তম টেস্ট খেলতে থাকা মুশফিক আজ চট্টগ্রামে এক রেকর্ডের মালিক হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ১০৫ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসাবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
মুশফিকুর রহিমের এই অর্জনে তাকে অভিনন্দন বার্তা দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। মুশফিককে স্তুতিতে ভাসিয়েছেন কার্তিক।
View this post on Instagram
আইসিসি রিভিউয়ে মুশফিককে নিয়ে বলতে যেয়ে কার্তিক বলেন, ‘যেকোন ব্যাটারের জন্য ৫০০০ টেস্ট রান বড় এক অর্জন। আর বাংলাদেশের হয়ে, যারা অন্যান্য দেশের অনেক পরে টেস্ট স্ট্যাটাস পেয়েছে সে যা অর্জন করেছে তা ফেনোমেনাল।’
‘যখন আপনি যেকোন কিছু প্রথমবারের মত করেন তখন আপনাকে সবাই সবসময় অনুসরণ করে। মুশফিকের ক্ষেত্রেও এটা সত্য। বাংলাদেশে অনেক তরুণ তার মতো হতে চাইবে, তার খেলা উপভোগ করবে।’
View this post on Instagram
মুশফিকের ধারাবাহিকতার প্রশংসা করে কার্তিক বলেন মুশফিক তার নিজের কীর্তিতেও গর্ব করবেন।
কার্তিক বলেন, ‘সে খুবই ধারাবাহিক। সে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে রান করেছে। সে লম্বা সময় তার দেশকে নেতৃত্ব দিয়েছে। সময়ের সাথে নিজের উচু অবস্থান ধরে রেখেছে, সে তার কীর্তিতে গর্ব করতে পারে।’