রিভার্স সুইপ খেলা ছাড়বেন না মুশফিক, দেখতে বললেন ভিডিও

রিভার্স সুইপ খেলা ছাড়বেন না মুশফিক, দেখতে বললেন ভিডিও
Vinkmag ad

চট্টগ্রাম টেস্টে তামিম ইকবালের পর শতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। তবে সেঞ্চুরির আগে ছিলেন বেশ সাবধানী। মাঝে মাঝে সুইপ খেললেও সাম্প্রতিক সময়ে যে কারণে বেশি সমালোচিত হয়েছেন সেই রিভার্স সুইপ খেলেননি। তবে মুশফিক আরেক দফা জানালেন সুযোগ পেলে ভবিষ্যতে রিভার্স সুইপ ঠিকই খেলবেন।

এমনিতে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না মুশফিকের। আজকের আগে ১০ ইনিংসে ফিফটি ছিল মাত্র দুইটি। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া সেঞ্চুরিতে মুশফিক নিশ্চিতভাবেই পেয়েছেন স্বস্তি। যে পথে প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

স্বস্তি ফেরানো ১০৫ রানের ইনিংস খেলা পথে বিতর্কিত রিভার্স সুইপ খেলেননি একবারও। তবে লাসিথ এম্বুলদেনিয়ার বলে আউট হয়েছেন সুইপ খেলতে গিয়ে। সুইপ খেলে আউট হওয়া নিয়ে আজ সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন হয়নি। বরং রিভার্স সুইপ না খেলাতেই মজার হয়েছেন প্রশ্নের সম্মুখীন।

মুশফিক বলছেন এই ইনিংসে পরিস্থিতির চাহিদায় রিভার্স সুইপ ছিল না তাই খেলেননি। তবে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় ঠিকই খেলবেন, বিরত থাকবেন না এই শট খেলা থেকে। সে ক্ষেত্রে সফল হওয়ার উদাহরণ হিসেবে তার ডাবল সেঞ্চুরিগুলোর ভিডিও দেখার পরামর্শও দেন।

তিনি বলেন, ‘আমি তো ভেবেছিলাম প্রথম প্রশ্নই এটা হবে যে – সুইপ শট খেলে আউট হলেন (হাসি)। এটা ডিপেন্ড করে উটইকেট কেমন তার ওপর। যেসব উইকেটে ডিফেন্স করে টিকতে পারবেন সেখানে তো আর অন্য শট খেলার দরকার হয় না। আর আমি মনে করি এটা খুব ভাল উইকেট। এখানে যদি ডিফেন্স ভাল করেন তাহলে স্ট্রেইট ব্যাটে ভাল খেলা যায়, অন্যান্য শট দরকার হয় না। আর একটা জিনিস বলি, আমি কিন্তু আমার দুটি ডাবল সেঞ্চুরিতে রিভার্স শট সফল ভাবে খেলেছি।’

‘এটা আমি একটু বলে রাখতে চাই। ওই দুটো ডাবল সেঞ্চুরির ভিডিও যদি কারও কাছে থাকে দেখবেন ওই দুটো দুইশোতে তিন চারটা রিভার্স সুইপ করা আছে। এটা আমার খুব পছন্দের শট, একই সঙ্গে হাই রিস্ক শটও। তবুও আমি ভবিষ্যতে এই শট খেলা থেকে বিরত থাকব না।’

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

স্ত্রীর পোস্ট ও টি-টোয়েন্টি অবসর নিয়ে যা বললেন মুশফিক

Read Next

অ্যান্ডারসন-ব্রড ফিরলেন ইংল্যান্ড টেস্ট দলে, আছে একাধিক চমক

Total
0
Share