শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইকে হারাল হায়দ্রাবাদ

শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইকে হারাল হায়দ্রাবাদ

রাহুল ত্রিপাঠির মারকুটে ব্যাটিং ও উমরান মালিকের গতিময় বোলিংয়ে নকআউট পর্বে খেলার আশা ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে মাত্র ৩ রানে হারিয়েছে তারা। বিফলে যায় টিম ডেভিডের দাপুটে ইনিংস।

টসে হেরেও শুরুতে ব্যাটিং পেয়ে ত্রিপাঠির হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৯৩ রানের বড় স্কোর গড়ে হায়দ্রাবাদ। দাপুটে ইনিংস খেলেন ত্রিপাঠি। ৪৪ বলে ৯ চার ও ৩ ছয়ে ৭৬ রান করেন তিনি। প্রিয়াম গার্গ ২৬ বলে ৪২ ও নিকোলাস পুরান ২২ বলে ৩৮ রান করেন।

মুম্বাইয়ের পক্ষে রমনদ্বীপ সিং ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট পান।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানের জুটিতে শুরুটা দারুণ করেছিলেন ইশান কিশান (৪৩) ও অধিনায়ক রোহিত শর্মা (৪৮)। উমরানের দুরন্ত বোলিংয়ে ম্যাচে ফিরে এসে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে হায়দ্রাবাদ।

স্লগ ওভারে টিম ডেভিড ঝড়ো ব্যাটিং করলেও শেষ রক্ষা হয়নি মুম্বাইয়ের। ১৯০ রানে আটকে যায় তারা। ডেভিড মাত্র ১৮ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৬ রান করেন।

উমরান ৩ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন রাহুল ত্রিপাঠি।

সংক্ষিপ্ত স্কোরঃ

সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৯৩/৬ (২০), প্রিয়াম ৪২, অভিষেক ৯, ত্রিপাঠি ৭৬, পুরান ৩৮, মার্করাম ২, উইলিয়ামসন ৮*, সুন্দর ৯; স্যামস ৪-০-৩৯-১, বুমরাহ ৪-০-৩২-১, মেরেডিথ ৪-০-৪৪-১, রমনদ্বীপ ৩-০-২০-৩

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৯০/৭ (২০), রোহিত ৪৮, ইশান ৪৩, স্যামস ১৫, তিলক ৮, ডেভিড ৪৬, স্টাবস ২, রমনদ্বীপ ১৪*, সঞ্জয় ০, বুমরাহ ০*; ভুবনেশ্বর ৪-১-২৬-১, সুন্দর ৪-০-৩৬-১, উমরান ৩-০-২৩-৩

ফলাফলঃ সানরাইজার্স হায়দ্রাবাদ ৩ রানে জয়ী

ম্যাচ সেরাঃ রাহুল ত্রিপাঠি (সানরাইজার্স হায়দ্রাবাদ)।

৯৭ ডেস্ক

Read Previous

হাসিমুখেই দিন শেষ করল বাংলাদেশ

Read Next

শেষ বিকালে বাংলাদেশকে জয়ের আশা দেখালেন তাইজুল

Total
0
Share