

বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই তবে বাংলাদেশ জাতীয় দলে এসেছিলেন এনামুল হক বিজয়। খেলেছেন ৩ ফরম্যাটেই, তবে বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে এনামুল হক বিজয়।
২০১৯ এ সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলা এনামুল হক বিজয় আবার আলোচনায় এসেছেন ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) এ রেকর্ড গড়া পারফরম্যান্স করে। ১৫ ম্যাচে ১১৩৮ রান করে অনেকের চোখই কপালে তুলেছেন তিনি।
View this post on Instagram
লিস্ট এ ক্রিকেটে এক টুর্নামেন্টে এনামুল হক বিজয়ের আগে বিশ্বের কেউই আর সহস্রাধিক রান করতে পারেননি।
View this post on Instagram
রেকর্ড গড়া মৌসুম কাটানো বিজয় ফল পাচ্ছেন হাতেনাতে। বাংলাদেশের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বিবেচনা করছে নির্বাচকরা। শুধু ওয়ানডে নয়, টি-টোয়েন্টি দলেও থাকছেন তিনি এমনটাই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট চলাকালীন সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, ‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয় তারা কনসিডার করছে, তারা নিশ্চিতভাবে বিজয়কে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে রাখছে।’
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তামিম ইকবাল। এমতাবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লিটন দাসের উদ্বোধনী সঙ্গী কে হবেন তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। বিপিএলেও রান করা এনামুল হক বিজয় সেখানে হতে পারেন যোগ্য এক ক্যান্ডিডেট।
বাংলাদেশের পক্ষে এখন অব্দি ৪ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন এনামুল হক বিজয়। রান করেছেন যথাক্রমে ৭৩, ১০৫২ ও ৩৫৫। ওয়ানডেতে বিজয়ের আছে ৩ টি করে সেঞ্চুরি ও ফিফটি, টি-টোয়েন্টিতে আছে ১ ফিফটি। বাংলাদেশের পক্ষে এখন অব্দি ৪ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন এনামুল হক বিজয়। রান করেছেন যথাক্রমে ৭৩, ১০৫২ ও ৩৫৫। ওয়ানডেতে বিজয়ের আছে ৩ টি করে সেঞ্চুরি ও ফিফটি, টি-টোয়েন্টিতে আছে ১ ফিফটি।