বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এতোদিন বাংলাদেশ, নিউজিল্যান্ডের বাইরে তৃতীয় দল কারা তা জানা যায়নি। আজ (১৭ মে) বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন পাকিস্তানের সম্ভাবনা বেশি।

চট্টগ্রামে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের তৃতীয় দিনের চা বিরতিতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন জালাল ইউনুস। সেখানেই বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে জানান তিনি।

বাংলাদেশ-শ্রীলঙ্কার ১ম টেস্টের লাইভ রিপোর্ট পড়ুন 

তিনি বলেন, ‘পরিকল্পনা বলতে আপনারা জেনে গেছেন অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে। ১৬ টার বেশি ম্যাচ, অনেক বেশি। যে কারণে এটার জন্য আলাদা ক্যাম্প লাগছে না। মানে আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি ওখানে যাওয়ার আগে অ্যাডিলেডে একটা কিছুদিন ক্যাম্প করবো।’

‘আরেকটা ত্রিদেশীয় সিরিজ খেলবো নিউজিল্যান্ডে ইন শা আল্লাহ। ঈদের পর ৭-৮ দিন অনুশীলন করে চলে যাবে নিউজিল্যান্ডে। সম্ভবত ম্যাচগুলো ক্রাইস্টচার্চে হবে। এখনো চূড়ান্ত হয়নি, তবে নিউজিল্যান্ড ছাড়া বাকি দল সম্ভবত পাকিস্তান।’

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশের মিশন। এর আগে গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছে টাইগাররা। মূল পর্বে জিততে পারেনি কোনো ম্যাচ। যে কারণে আসন্ন বিশ্বকাপ নিয়ে বেশ সচেষ্ট টাইগার টিম ম্যানেজমেন্ট।

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকেই গেলেন বিশ্ব ফার্নান্দো

Read Next

সিক্সার্সের নতুন হেড কোচ হলেন শার্লট এডওয়ার্ডস

Total
0
Share