

শরিফুল ইসলামের বাউন্সারে মাথায় আঘাত পাওয়া শ্রীলঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো মাঠের বাইরে যান। অল্প সময়ের ব্যবধানে ফিরে এসে আবারও ব্যাটিং করেন, বাংলাদেশ ইনিংসে করেছেন ৪ ওভার বোলিংও। এমনকি আজ তৃতীয়দিনও শুরুতে ৪ ওভার বল করেন এই পেসার, তবে অবস্থা কিছুটা বেগতিক দেখে এবার তার কনকাশন বদলি নিল সফরকারীরা।
এই বাঁহাতি পেসারের বদলি হিসেবে চট্টগ্রাম টেস্টের বাকি অংশে দেখা যাবে কাসুন রাজিথাকে। ২০১৮ সালে অভিষেকের পর এই ডানহাতি মিডিয়াম পেসার সর্বশেষ খেলেছেন ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৯ টেস্টে নামের পাশে উইকেট সংখ্যা ২৫ টি।
Vishwa Fernando has been ruled out from the first Test
against Bangladesh due to the blow he suffered yesterday on the back of the helmet. Kasun Rajitha is the concussion-related replacement.#BANvsSL #CricketTwitter— Nazmul Tareq (@NazmulTareq71) May 17, 2022
বিশ্ব ফার্নান্দো মাথায় আঘাত পান নিজেদের ইনিংসের ১৪০তম ওভারে। শরিফুলের করা ওভারের চতুর্থ বলে বাউন্সার থেকে বাঁচতে নিচু হলেও লাভ হয়নি। হেলমেটে আঘাত হানে, তাতে খুব বিপজ্জনক কিছু না হলেও চা বিরতির আগ পর্যন্ত ব্যাট করে রিটায়ার্ড হার্ট হন।
পরে আসিথা ফার্নান্দো আউট হলে অ্যাঞ্জেলা ম্যাথুসকে সমর্থন দিতে আবারও নামেন। এরপর বাংলাদেশ ইনিংসে দুই স্পেলে করেছেন ৪ ওভার। আজ তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে টানা স্পেলে করেন আরও ৪ ওভার।
???? Concussion Replacement #BANvSL
Vishwa Fernando, who was suffering from dizziness after bowling during the 3rd day of the 1st Test, has been withdrawn from the game following medical advice. He was replaced by Kasun Rajitha. Vishwa was sent for a Medical Scan. pic.twitter.com/5LdoggApOa
— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) May 17, 2022
কিন্তু একটা পর্যায়ে তাকে মেডিকেল প্রোটোকল মেনে পাঠানো হয় হাসপাতালে, সাধারণ চেক আপের মাধ্যমে বিপদমুক্ত কীনা তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। বিশ্ব ফার্নান্দো হাসপাতালে ছুটলেও তার কনকাশন বদলি হিসেবে দলে ভেড়ানো হয়েছে কাসুন রাজিথাকে।