ট্রেন্ট বোল্টের অলরাউন্ড নৈপুণ্যে লখনৌকে হারাল রাজস্থান

ট্রেন্ট বোল্টের অলরাউন্ড নৈপুণ্যে লখনৌকে হারাল রাজস্থান
Vinkmag ad

ট্রেন্ট বোল্টের অলরাউন্ড নৈপুণ্যে প্লে অফের পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাজস্থান রয়্যালস। এবারের টুর্নামেন্টের অন্যতম হার্টথ্রব দল লখনৌ সুপার জায়ান্টসকে তারা হারিয়েছে ২৪ রানের ব্যবধানে।

টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়া রাজস্থান ৬ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। যশস্বী জ্যাসওয়াল সর্বোচ্চ ৪১ রান করেন। দেবদূত পাডিকাল ৩৯ ও অধিনায়ক সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ৩২ রান। শেষদিকে ৯ বলে অপরাজিত ১৭ রান করে দলের স্কোর বাড়াতে সহায়তা করেন বোল্ট।

লখনৌর রবি বিষ্ণয় ২ উইকেট পান।

লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনঠাসা হয়ে পড়ে লখনৌর ব্যাটসম্যানরা। ৮ উইকেটে ১৫৪ রানে আটকে যায় তাদের ইনিংস।

দীপক হুডার হাফ সেঞ্চুরি বিফলে যায়। ৩৯ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন তিনি। মার্কাস স্টয়নিস ২৭ ও ক্রুনাল পান্ডিয়া ২৫ রান করেন।

বোল্ট, প্রসিধ কৃষ্ণা ও ওবেদ ম্যাকয় ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরার পুরস্কার পান ট্রেন্ট বোল্ট।

সংক্ষিপ্ত স্কোরঃ

রাজস্থান রয়্যালসঃ ১৭৮/৬ (২০), জ্যাসওয়াল ৪১, বাটলার ২, স্যামসন ৩২, পাডিকাল ৩৯, পরাগ ১৯, নিশাম ১২, অশ্বিন ১০*, বোল্ট ১৭*; আবেশ ৩-০-২০-১,হোল্ডার ২-০-১২-১, বিষ্ণয় ৪-০-৩১-২, বাদোনি ১-০-৫-১

লখনৌ সুপার জায়ান্টসঃ ১৫৪/৮ (২০), ডি কক ৭, রাহুল ১০, বাদোনি ০, হুডা ৫৯, ক্রুনাল ২৫, স্টয়নিস ২৭, হোল্ডার ১, চামিরা ০, মহসিন ৯*, আবেশ ১*; বোল্ট ৪-০-১৮-২, কৃষ্ণা ৪-০-৩২-২, চাহাল ৪-০-৪২-১, অশ্বিন ৪-০-২৪-১, ম্যাকয় ৪-০-৩৫-২

ফলাফলঃ রাজস্থান রয়্যালস ২৪ রানে জয়ী

ম্যাচ সেরাঃ ট্রেন্ট বোল্ট ( রাজস্থান রয়্যালস)।

৯৭ ডেস্ক

Read Previous

জয়-তামিমের ব্যাটে বাংলাদেশের ভালো শুরু

Read Next

প্রত্যাবর্তন রাঙিয়ে বাংলাদেশকে পথে রাখলেন নাইম হাসান

Total
0
Share