

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ১ম টেস্ট। এই টেস্টের দ্বিতীয় দিনের খুটিনাটি আপডেট এই লাইভ রিপোর্টে।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
শ্রীলঙ্কা ১ম ইনিংসে ৩৯৭/১০ (১৫৩), ওশাদা ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ৫৪, ম্যাথুস ১৯৯, ধনঞ্জয়া ৬, চান্দিমাল ৬৬, ডিকওয়েলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; নাইম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩
বাংলাদেশ ১ম ইনিংসে ৭৬/০ (১৯), জয় ৩১*, তামিম ৩৫*
২য় দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংসে ৩২১ রান পিছিয়ে।
জয়-তামিমের ব্যাটে বাংলাদেশের ভালো শুরুঃ
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। ১৩ ওভারে দলীয় ৫০ পুর্ণ করেন মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল। লাসিথ এম্বুলদেনিয়ার বলে ফ্লিক করে চার মেরে দলের সংগ্রহ ৫০ পার করান তিনি।
ম্যাথুসের ১ রানের আক্ষেপঃ
বলা চলে শ্রীলঙ্কার ইনিংস টেনেছেন অ্যাঞ্জেলো ম্যাথুসই। তবে নিজের টেস্ট ক্যারিয়ারের ২য় ডাবল সেঞ্চুরির খুব কাছে যেয়েও পারলেন না। নাইম হাসানের ৬ষ্ঠ শিকারে পরিণত হয়ে থেমেছেন ১৯৯ তে। ৩৯৭ রান করে প্রথম ইনিংস শেষ হয়েছে শ্রীলঙ্কার।
নাইমের ৩য় ৫ঃ
৮ম টেস্ট খেলতে থাকা নাইম হাসান টেস্ট ক্যারিয়ারে ৩য় বারের মত নিলেন ইনিংসে ৫ উইকেট। আসিথা ফার্নান্দোকে বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন তিনি।
মাথায় আঘাত পাওয়া বিশ্ব ফার্নান্দো ব্যাট করতে নামেন এরপর, উদ্দেশ্য অ্যাঞ্জেলো ম্যাথুসকে ডাবল সেঞ্চুরি করতে সাহায্য করা।
View this post on Instagram
রিটায়ার্ড হার্ট বিশ্ব ফার্নান্দোঃ
চা বিরতির আগে শরিফুল ইসলামের বাউন্সারে বল লাগে বিশ্ব ফার্নান্দোর হেলমেটে। তখন সেবা শুশ্রুষা শেষে তিনি হাসেনও, চালিয়ে যান ব্যাটিংও। যদিও চা বিরতির পর আর নামেননি তিনি।
Vishwa Fernando has retired hurt after ducking into a bouncer when batting. He was smiling it off at the time so that’s particularly concerning.
We could see a concussion sub later.
FOLLOW LIVE:
???? https://t.co/gw9mQn7Vb8 ????#BANvSL | #SLvBAN pic.twitter.com/1C9L9ZnS17— ????Flashscore Cricket Commentators (@FlashCric) May 16, 2022
চা বিরতির আগে মুশফিকের ক্যাচ মিসের আক্ষেপঃ
লাঞ্চের পরেই দুই উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। চা বিরতির আগে নিতে পারতেন আরও এক উইকেট। তবে বিশ্ব ফার্নান্দোর তোলা সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি মুশফিকুর রহিম।
৮ উইকেটে ৩৭৫ রান নিয়ে চা বিরতিতে গেছে শ্রীলঙ্কা। ১৭৮ রান করে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুস। তাকে দারুণ সঙ্গ দিয়ে ৭৭ বলে ১৭ রান করে অপরাজিত বিশ্ব।
হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সাকিবঃ
লাঞ্চের আগে এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন নাইম হাসান। লাঞ্চের ঠিক পরে সেই কাজ করলেন সাকিব।
লাঞ্চের পরে করা প্রথম ওভারের ২য় ও ৩য় বলে রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়ার উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। যদিও বিশ্ব ফার্নান্দো হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন, ১ম সেশন শেষে):
শ্রীলঙ্কা ৩২৭/৬ (১১৬), ওশাদা ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ৫৪, ম্যাথুস ১৪৭*, ধনঞ্জয়া ৬, চান্দিমাল ৬৬, ডিকওয়েলা ৩, রমেশ ১*; নাইম ২০-২-৮৭-৪, তাইজুল ৩৭-১০-৯১-১, সাকিব ২৯-৮-৪৪-১।
নাইমের জোড়া আঘাতে টাইগার শিবিরে স্বস্তিঃ
লাঞ্চ বিরতির আগে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন নাইম হাসান। প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও প্রথম সাফল্য আসে নাইম হাসানের হাত ধরে। ইনিংসের ১১৪ ও নিজের ১৯ তম ওভারের ১ম বলে দীনেশ চান্দিমালকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন নাইম। রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যাটে বলে করতে ব্যর্থ চান্দিমাল রিভিউ নিয়েও বাচতে পারেননি। ১৪৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করেন তিনি।
ঐ ওভারের ৫ম বলে আরও এক উইকেট পান নাইম। ৩ বলে ৩ রান করে বোল্ড হন ডিকওয়েলা। ৬ উইকেটে ৩২৭ রান করে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা।
চান্দিমালের ফিফটিঃ
এমনিতে বাংলাদেশ দলের বিপক্ষে বরাবরই রান করতে পছন্দ করেন দীনেশ চান্দিমাল। সাথে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেট। দীনেশ চান্দিমাল নিজের পছন্দের প্রতিপক্ষের বিপক্ষে তুলে নিলেন ফিফটি। ক্যারিয়ারের ২১ তম টেস্ট ফিফটি পূর্ণ করতে চান্দিমালকে খেলতে হয় ১২৮ বল। যেখানে ছিল ১ চার ও ২ ছক্কা।
View this post on Instagram
চান্দিমাল-ম্যাথুসের জুটির ১০০ঃ
ইনিংসের ১০০ তম ওভার, সাকিব আল হাসানের করা ২য় বলে দীনেশ চান্দিমাল চোখ ধাঁধানো এক ড্রাইভে আদায় করে নিলেন বাউন্ডারি। এই বাউন্ডারিতে পূর্ণ হল দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুসের জুটির ১০০ রান। যেখানে ৪৩ রান চান্দিমালের, ম্যাথুসের ৫৭।
আউট ছিলেন ম্যাথুস, তবে হয়নি আবেদনওঃ
আগের দিন বাংলাদেশকে ভুগিয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট। অপরাজিত সেঞ্চুরি করে দিন পার করেছিলেন তিনি। আজ অবশ্য আউট হতে পারতেন দিনের শুরুতেই। তবে বাংলাদেশ দল যে আবেদনই করেনি!
খালেদ আহমেদের বল ম্যাথুসের ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। তবে উইকেটরক্ষক, বোলার বা কেউই আবেদন করেননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগেছিল ম্যাথুসের ব্যাটে।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)-
শ্রীলঙ্কা ২৫৮/৪ (৯০), ওশাদা ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ৫৪, ম্যাথুস ১১৪*, ধনঞ্জয়া ৬, চান্দিমাল ৩৪*; নাইম ১৬-২-৭১-২, তাইজুল ৩১-৮-৭৩-১, সাকিব ১৯-৭-২৭-১।