

নিজেদের অভিষেক আইপিএলেই দারুণ পারফরম্যান্স করে চলেছে গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহার ম্যাচজয়ী পারফরম্যান্সে ১ম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।
লো স্কোরিং ম্যাচে ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার সাহার অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে ৫ বল বাকি থাকতে জয় পেয়ে যায় গুজরাট। ৫৭ বলে ৮ চার ও ১ ছয়ে অপরাজিত ৬৭ রান করে ম্যাচ সেরা হয়েছেন সাহা। এছাড়া ম্যাথু ওয়েড ২০ ও শুবমান গিল ১৮ রান করেন।
চেন্নাইয়ের পক্ষে নবাগত মাহিশ পাথিরানা ২ উইকেট পান।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৩৩ রান করে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া নারায়ন জগদিসান ৩৩ রানে অপরাজিত থাকেন।
গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
চেন্নাই সুপার কিংসঃ ১৩৩/৫ (২০), রুতুরাজ ৫৩, কনওয়ে ৫, মইন ২১, জগদিসান ৩৯*, দুবে ০, ধোনি ৭, স্যান্টনার ১*; শামি ৪-০-১৯-২, রাশিদ ৪-০-৩১-১, জোসেফ ৩-০-১৫-১, সাই কিশোর ৪-০-৩১-১
গুজরাট টাইটান্সঃ ১৩৭/৩ (১৯.১), সাহা ৬৭*, শুবমান ১৮, ওয়েড ২০, হার্দিক ৭, মিলার ১৫*; পাথিরানা ৩.১-০-২৪-২, মইন ২-০-১১-১
ফলাফলঃ গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ ঋদ্ধিমান সাহা ( গুজরাট টাইটান্স)।