সাহার ব্যাটে চড়ে চেন্নাইকে সহজেই হারাল গুজরাট

সাহার ব্যাটে চড়ে চেন্নাইকে সহজেই হারাল গুজরাট
Vinkmag ad

নিজেদের অভিষেক আইপিএলেই দারুণ পারফরম্যান্স করে চলেছে গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহার ম্যাচজয়ী পারফরম্যান্সে ১ম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।

লো স্কোরিং ম্যাচে ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার সাহার অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে ৫ বল বাকি থাকতে জয় পেয়ে যায় গুজরাট। ৫৭ বলে ৮ চার ও ১ ছয়ে অপরাজিত ৬৭ রান করে ম্যাচ সেরা হয়েছেন সাহা। এছাড়া ম্যাথু ওয়েড ২০ ও শুবমান গিল ১৮ রান করেন।

চেন্নাইয়ের পক্ষে নবাগত মাহিশ পাথিরানা ২ উইকেট পান।

এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৩৩ রান করে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া নারায়ন জগদিসান ৩৩ রানে অপরাজিত থাকেন।

গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

চেন্নাই সুপার কিংসঃ ১৩৩/৫ (২০), রুতুরাজ ৫৩, কনওয়ে ৫, মইন ২১, জগদিসান ৩৯*, দুবে ০, ধোনি ৭, স্যান্টনার ১*; শামি ৪-০-১৯-২, রাশিদ ৪-০-৩১-১, জোসেফ ৩-০-১৫-১, সাই কিশোর ৪-০-৩১-১

গুজরাট টাইটান্সঃ ১৩৭/৩ (১৯.১), সাহা ৬৭*, শুবমান ১৮, ওয়েড ২০, হার্দিক ৭, মিলার ১৫*; পাথিরানা ৩.১-০-২৪-২, মইন ২-০-১১-১

ফলাফলঃ গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ ঋদ্ধিমান সাহা ( গুজরাট টাইটান্স)।

৯৭ ডেস্ক

Read Previous

পুরোনো সতীর্থ ম্যাথুসকে প্রশংসায় ভাসালেন হেরাথ

Read Next

দুঃসময়ে শ্রীলঙ্কা ক্রিকেটের পাশে পেশোয়ার জালমির মালিক

Total
0
Share