

আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে প্লে অফে খেলার আশা ধরে রেখেছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারিয়েছে ৫৪ রানের ব্যবধানে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৭ রান করে কেকেআর। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন রাসেল। ২৮ বলের অপরাজিত ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। এছাড়া স্যাম বিলিংস ৩৪ ও আজিঙ্কা রাহানে ২৮ রান করেন।
হায়দ্রাবাদের পক্ষে উমরান মালিক ৩ উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে কেকেআরের বোলারদের সম্মিলিত প্রয়াসে ১২৩ রানে থমকে যায় হায়দ্রাবাদের ইনিংস। সর্বোচ্চ ৪৩ রান অভিষেক শর্মার। এছাড়া এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ৩২ রান।
রাসেল ৩টি ও টিম সাউদি ২ উইকেট পান।
ব্যাটে বলে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা হন রাসেল।
সংক্ষিপ্ত স্কোরঃ
কোলকাতা নাইট রাইডার্সঃ ১৭৭/৬ (২০), ভেঙ্কটেশ ৭, রাহানে ২৮, নিতিশ ২৬, শ্রেয়াস ১৫, বিলিংস ৩৪, রিংকু ৫, রাসেল ৪৯*, নারাইন ১*; ভুবনেশ্বর ৪-০-২৭-১, জেনসেন ৪-০-৩০-১, নটরাজন ৪-০-৪৩-১, উমরান ৪-০-৩৩-৩
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১২৩/৮ (২০), অভিষেক ৪৩, উইলিয়ামসন ৯, ত্রিপাঠি ৯, মার্করাম ৩২, পুরান ২, সুন্দর ৪, শশাঙ্ক ১১, জেনসেন ১, ভুবনেশ্বর ৬*, উমরান ৩*; উমেশ ৪-০-১৯-১, সাউদি ৪-০-২৩-২, নারাইন ৪-০-৩৪-১, রাসেল ৪-০-২২-৩, বরুণ ৪-০-২৫-১
ফলাফলঃ কোলকাতা নাইট রাইডার্স ৫৪ রানে জয়ী
ম্যাচ সেরাঃ আন্দ্রে রাসেল (কোলকাতা নাইট রাইডার্স)।