

নক্ষত্রপতন! গ্রেট শেন ওয়ার্ন চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে না-উঠতেই ফের নক্ষত্রপতন অস্ট্রেলিয়া ক্রিকেটে৷ গাড়ি দুর্ঘটনায় না ফেরার দেশে প্রাক্তন অজি তারকা এবং বিশ্বজয়ী দলের সদস্য অ্যান্ড্রু সায়মন্ডস।
প্রিয় ক্রিকেটারের আকস্মিক মৃ-ত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে। শোকে নিমজ্জিত অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। মৃত্যুকালে এই সাবেক অলরাউন্ডারের বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। বাকরুদ্ধ গিলক্রিস্ট-সহ একাধিক ক্রিকেটার, শোকবার্তা প্রকাশ করেছেন তাঁরা।
শনিবার রাতে টাউনসভিলে গাড়ি দুর্ঘটনায় মারা যান অ্যান্ড্রু সায়মন্ডস। তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও সব চেষ্টাই ব্যর্থ হয়। কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে হার্ভে রেঞ্জে রাত সাড়ে স্থানীয় ১০টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তে সামনে এসেছে গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়। গাড়িতে ছিলেন অ্যান্ড্রু সায়মন্ডস।
দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। ফলে ঘটনাস্থলেই মারা যান প্রাক্তন ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে সায়মন্ডসের অভিষেক ঘটে ১৯৯৮ সালে। এরপর থেকে অ্যান্ড্রু অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ক্যারিয়ারজুড়ে মোট ২৬ টেস্ট, ১৯৮ ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। এর পাশাপাশি, ২০০৩ এবং ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সায়মন্ডস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে। এরপর ধারাভাষ্যকার হিসেবে মাইক হাতে তুলে নেন তিনি।