

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (১৫ মে) থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ১ম টেস্ট। এই টেস্টের প্রথম দিনের খুটিনাটি আপডেট এই লাইভ রিপোর্টে।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)-
শ্রীলঙ্কা ২৫৮/৪ (৯০), ওশাদা ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ৫৪, ম্যাথুস ১১৪*, ধনঞ্জয়া ৬, চান্দিমাল ৩৪*; নাইম ১৬-২-৭১-২, তাইজুল ৩১-৮-৭৩-১, সাকিব ১৯-৭-২৭-১।
ম্যাথুসের সেঞ্চুরি, এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কাঃ
চার নম্বরে যখন লঙ্কানদের হয়ে ব্যাট করতে নেমেছিলেন দলের রান তখন ৬৬। সেখান থেকে কুশল মেন্ডিসের সঙ্গে ৯২ রানের জুটি। ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে জুটিটা ২৫ রানের। দীনেশ চান্দিমালের সঙ্গে জুটির ফিফটি পার করার আগে পূর্ণ করেন নিজের শতরান।
১৮৩ বলে ১২ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাথুস। টেস্ট ক্রিকেটে এটি তার ১২ তম সেঞ্চুরি।
বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাকিব-তাইজুলঃ
প্রথম সেশনে বোলিং ই করেননি সাকিব আল হাসান। তবে দ্বিতীয় সেশনে বোলিংয়ে এসে রান আটকে রেখে বল করেন তিনি। সেখানে উইকেট না পেলেও তৃতীয় সেশনে এসে উইকেট পান তিনি। ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফেরান তিনি।
এর আগে তাইজুল ইসলাম ভেঙেছিলেন ম্যাথুস-মেন্ডিস জুটি। আউট হবার আগে ফিফটি করেন মেন্ডিস।
শ্রীলঙ্কার দারুণ এক সেশনঃ
দারুণ এক সেশন কাটাল সফরকারী শ্রীলঙ্কা। সাগরিকায় দ্বিতীয় সেশনে কোন উইকেট হারায়নি শ্রীলঙ্কা। ৫০ পূর্ণ করে ফেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল মেন্ডিস। ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৫৮ রান।
জমে উঠেছে ম্যাথুস-মেন্ডিস জুটিঃ
৬৬ রানে ২ উইকেট হারানোর পর শ্রীলঙ্কাকে পথে ফেরাল কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুসের জুটি। এই দুই ব্যাটারের জুটি জমে উঠেছে, ইতোমধ্যে পার করেছে ৫০ এর গন্ডি। দ্রুত রান তোলাতে মন দুই ব্যাটারের।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন, ১ম সেশন শেষে)-
শ্রীলঙ্কা ৭৩/২ (২৪), ওশাদা ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ২৭*, ম্যাথুস ০*; নাইম ৮-১-২৮-২।
নাইম ফেরালেন দুই ওপেনারকেইঃ
শ্রীলঙ্কার দুই ওপেনারকেই সাজঘরের পথ দেখালেন নাইম হাসান। দিমুথ করুনারত্নের পর ফেরালেন ওশাদা ফার্নান্দোকেও। ৭৬ বলে ৩৬ রান করা ওশাদাকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান নাইম। শ্রীলঙ্কা রিভিউ নিলেও তাতে সিদ্ধান্তের বদল হয়নি।
৬৬ রানের মাথায় ২য় উইকেট হারাল শ্রীলঙ্কা।
প্রথম ওভারেই নাইমের সাফল্যঃ
গেলবছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শেষবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এবারে শ্রীলঙ্কার বিপক্ষেও মাঠের বাইরে থাকার কথা ছিল। তবে মেহেদী হাসান মিরাজের ইনজুরিতে সুযোগ মেলে নাইম হাসানের।
সুযোগ পেয়ে দলে অবদান রাখতে বেশি সময় নিলেন না। ইনিংসের ৮ম, নিজের ১ম ওভারের ৫ম বলেই ফেরালেন দিমুথ করুনারত্নেকে। জোরের ওপর ছোড়া বল সরাসরি আঘাত হানে করুনারত্নের প্যাডে। আম্পায়ার আউট দিলে শ্রীলঙ্কা রিভিউ নেয় বটে, তবে সফল হতে পারেনি। ২৩ রানের মাথায় ১ম উইকেট হারায় সফরকারীরা।
চট্টগ্রাম টেস্টের শুরুতেই সেই রিভিউ বিভ্রাটঃ
মুমিনুল হক বাংলাদেশের টেস্ট অধিনায়ক হবার পর থেকে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ইস্যুতে। বাংলাদেশ দলের নেওয়া অনেক রিভিউ পক্ষে তো যায়ই নি, বরং হাস্যরসের কারণও হয়েছে।
চট্টগ্রামে আজ সকালের শুরুতেও রিভিউ বিভ্রাট। ইনিংসের ৫ম ওভারের ১ম বল। শরিফুল ইসলামের করা বল লাগে ওশাদা ফার্নান্দোর প্যাডে। শরিফুল ইসলাম তথা বাংলাদেশ দলের আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার শরফোদ্দৌলা ইবনে শহীদ সৈকত। রিভিউ নেয় বাংলাদেশ, যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। সঙ্গত কারণেই রিভিউ হারায় বাংলাদেশ।
View this post on Instagram
টস আপডেটঃ
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।
Bangladesh will bowl first #BANvSL #SLvBAN pic.twitter.com/osmp3v2iHz
— Cricket97 (@cricket97bd) May 15, 2022
বাংলাদেশ একাদশ-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাইম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।