ডোমিঙ্গোর চাওয়ায় চট্টগ্রামে সাইফউদ্দিন, ডোনাল্ডের সাথে সেরেছেন পরিচয় পর্ব

ডোমিঙ্গোর চাওয়ায় চট্টগ্রামে সাইফউদ্দিন, ডোনাল্ডের সাথে সেরেছেন পরিচয় পর্ব
Vinkmag ad

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের আগেরদিন আজ (১৪ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হঠাত দেখা মেলে স্কোয়াডে না থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। নেটে বলও করেছেন দীর্ঘক্ষণ, কোচদের সাথে আলাপেও ব্যস্ত ছিলেন।

স্কোয়াডে না থাকলেও দলের সাথে ক্রিকেটারদের নিয়মিতই দেখা যায়। তবে টেস্ট শুরুর আগেরদিন সাইফউদ্দিনকে চট্টগ্রামে দেখা যাওয়াটা একটু অন্যরকমই লেগেছে। কারণ নেট বোলারের চাহিদা পূরণে পর্যাপ্ত বোলার দেখা গিয়েছে টাইগারদের চলমান প্রস্তুতি ক্যাম্পে।

পরে জানা যায় মূলত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর চাওয়াতেই সাইফউদ্দিনের চট্টগ্রাম আসা। সেই সুবাদে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সাথে হয়েছে হাই-হ্যালো।

‘ক্রিকেট৯৭’ কে এই টাইগার অলরাউন্ডার বলেন,

‘আসলে কোচের (প্রধান কোচ) চাওয়াতেই আমি এখানে এসেছি। চোট কাটিয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলাম, এখন ফিট হয়ে ফিরেছি। তো সবকিছু মিলিয়ে কি অবস্থায় আছি সেটা দেখার জন্যই উনি ডেকে আনেন।’

‘পেস বোলিং কোচের (অ্যালান ডোনাল্ড) সাথেও আলাপ হয়েছে। তবে কোনো কাজ করা হয়নি। আজই প্রথম দেখা আলাদাভাবে, হাই-হ্যালো হয়েছে। অনেকটা পরিচয় পর্ব শেষ হয়েছে বলা যায়।’

জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। ৩ ফরম্যাটের পূর্ণাঙ্গ এই সিরিজে থাকছে দুই টেস্টের সাথে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। সংক্ষিপ্ত ফরম্যাটের অন্তত কোনো একটিতে সাইফউদ্দিনের ডাক আসতেও পারে। তবে দল ঘোষণার আগে সেসব নিয়ে ভাবতে নারাজ এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘আসলে এসব নিয়ে এখনই ভাবছি না। চোট কাটিয়ে ফিরেছি বলে নিজের ছন্দ ধরে রাখাতেই মনোযোগ দিচ্ছি। সবসময় নিজেকে প্রস্তুত রাখতে যে প্রক্রিয়া অনুসরণ করি সেটাই করছি। দল ঘোষণা হলে তবে এ (ওয়েস্ট ইন্ডিজ সফর) নিয়ে কিছু বলা যাবে।’

উল্লেখ্য, চোট কাটিয়ে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন এই অলরাউন্ডার। ১৪ ম্যাচে ১১ ইনিংসে ব্যাট হাতে করেছেন ২৭০ রান। উইকেট নিয়েছেন ২২ টি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যা পঞ্চম স্থানে।

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

সাগরিকায় স্মার্ট হওয়ার তরিকায় বিশ্বাসী শ্রীলঙ্কা

Read Next

অতীত ভুলে বাংলাদেশের ৫ দিন চাপ সামলানোর মিশন

Total
28
Share