আইপিএলকে চিরবিদায় বলে এক ঘণ্টা না যেতেই টুইট মুছে ফেললেন রায়ডু

আইপিএলকে চিরবিদায় বলে এক ঘণ্টা না যেতেই টুইট মুছে ফেললেন রায়ডু
Vinkmag ad

অবশেষে চেন্নাই সুপার কিংসের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন আম্বাতি রায়ডু। চলতি মৌসুম শেষে আর কোন আইপিএলেই দেখা যাবে না রায়ডুকে। তিনি নিজেই ঘোষণা করেছেন যে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর আর খেলবেন না। কিন্তু ঘোষণা দেওয়ার এক ঘণ্টার মধ্যেই অবসরের সেই টুইট ডিলিট করেন রায়ডু।

আইপিএলকে চিরতরে বিদায় জানাচ্ছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার আম্বাতি রায়ডু। নিজেই দিয়েছেন আইপিএল থেকে তাঁর অবসরের ঘোষণা।

টুইটারে একক বার্তায় রায়ডু লিখেছেন,

‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে এটি আমার শেষ আইপিএল হবে। আমি ১৩ বছর ধরে ২টি দুর্দান্ত দলের অংশ হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছি। মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার এই চমৎকার সফরের জন্য।’

received 329813989264519
ডিলিট করার আগে আম্বাতি রায়ডুর অবসরের টুইট।

অবসরের সংবাদ গণমাধ্যমগুলো প্রকাশ করতেই নিজের করা টুইট ডিলিট করে ফেলেন রায়ডু। এ নিয়ে টুইটারে নতুন করে শুরু হয়েছে শোরগোল।

সমাপ্তি ঘটতে যাচ্ছে আম্বাতি রায়ডুর ১৩ বছরের আইপিএল যাত্রার। ২০১০ সালে প্রথম আইপিএলে অভিষেক হয় রায়ডুর। ২০১৯ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও এতোদিন খেলা চালিয়ে যাচ্ছিলেন আইপিএলে।

মোট ১৩ আইপিএল মৌসুম মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৮৭ ম্যাচ খেলে ১২৭.২৬ ব্যাটিং গড়ে রান করেছেন ৪১৮৭। তবে এই মৌসুমে তাঁর দল চেন্নাইয়ের আরও দু’টি ম্যাচ বাকি রয়েছে। বাড়বে রায়ডুর রান সংখ্যাও।

৯৭ ডেস্ক

Read Previous

ব্যর্থ রিভিউ নিয়ে মুমিনুলের ব্যাখ্যা ‘রোবট হতে হবে’

Read Next

তাসকিন-মিরাজের না থাকা যখন অন্যদের বার্তা দেওয়ার সুযোগ

Total
0
Share