ব্যর্থ রিভিউ নিয়ে মুমিনুলের ব্যাখ্যা ‘রোবট হতে হবে’

ব্যর্থ রিভিউ নিয়ে মুমিনুলের ব্যাখ্যা 'রোবট হতে হবে'
Vinkmag ad

ক্রিকেটে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) চালুই হয়েছে দলগুলো যেন আম্পায়ারের ভুলে কোনোভাবে ভুক্তভোগী না হয়। তবে এই রিভিউ নিতে গিয়েই যত বিপত্তি বাংলাদেশ দলের। বেশিরভাগ সময়েই আক্ষেপে পুড়তে হয় ভুল রিভিউ নেওয়ায়, অনেক সময় তো হাস্যরসের খোরাকও জুগিয়েছে। কেন বার বার এমন হচ্ছে? টেস্ট অধিনায়ক মুমিনুল হক এর ব্যাখ্যা দিতে গিয়ে মজা করে বলেই বসলেন এ ক্ষেত্রে তাকে রোবট হতে হবে।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও বেশ কয়েকটি রিভিউ নিয়ে বিতর্ক তৈরি হয়ে। আগামীকাল (১৫ মে) থেকে শুরু হতে যাওয়াত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে তাই মুমিনুলের ভাবনা জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

সেখানেই রিভিউ ইস্যুতে সেরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুমিনুল নিজের রোবট হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মূলত মজা করেই টাইগার টেস্ট কাপ্তান এমন উত্তর দেন। তবে মজার পরে আসল উত্তরও দিয়েছেন, এমনকি তার সফল রিভিউ নিয়ে কথা হয় না বলেও অভিযোগ করেন।

তার মতে, ‘ফাজলামি করে বললে আমার রোবট হতে হবে, এছাড়া অপশন নাই। বোলারের ভিউটা সবচেয়ে ভালো থাকে, বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে সুন্দর থাকে। আমি অধিনায়ক হিসেবে হয়তো মিড অফ বা মিড উইকেটে থাকি। কিপার ও বোলার যদি ভালো ফিডব্যাক দেয়। তখন সিদ্ধান্তটা ভালো নেওয়া যায়।’

‘এর আগে আমি অনেক রিভিউতে সফল হয়েছি, আমার কাছে মনে হয় মাঝেমধ্যে আপনাদের আলোচনা করা উচিত। মাঝেমধ্যে হয় না। শুধু আমি না, দুনিয়ার সব অধিনায়কই এটা ফেস করে, তাই আমার মনে হয় একটু সাপোর্টও দরকার।’

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

শুধু ব্যাটিং দেখেই যেভাবে সাকিবকে চট্টগ্রাম টেস্ট খেলাচ্ছে বাংলাদেশ!

Read Next

আইপিএলকে চিরবিদায় বলে এক ঘণ্টা না যেতেই টুইট মুছে ফেললেন রায়ডু

Total
0
Share