দুই ইংলিশের ব্যাটে ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিল পাঞ্জাব

rabbithole thumbnail 6
Vinkmag ad

জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের দানবীয় ব্যাটিংয়ে দাপুটে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) ৫৪ রানে হারিয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে বেয়ারস্টো ও লিভিংস্টোনের আক্রমণাত্মক হাফ সেঞ্চুরির কল্যাণে ৯ উইকেটে ২০৯ রানের পাহাড় গড়ে পাঞ্জাব। ওপেনিংয়ে নেমে পাওয়ারপ্লেতে অর্ধশতক পূর্ণ করা বেয়ারস্টো ৪ চার ও ৭ ছক্কায় মাত্র ২৯ বলে ৬৬ রান করেন।

কম যাননি লিভিংস্টোনও। স্লগ ওভারে আরসিবির বোলারদের উপর চড়াও হয়ে ৪২ বলে ৫ চার ও ৪ ছয়ে সর্বোচ্চ ৭০ রান করেন।

আরসিবির পক্ষে হারশাল প্যাটেল ৪টি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ উইকেট পান।

জবাবে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের বোলারদের তোপে জয়ের ধারেকাছেও যেতে পারেনি আরসিবি। ১৫৫ রানে থেমে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৩৫ রান গ্লেন ম্যাক্সওয়েলের। রজত পাতিদার ২৬ রান করেন।

পাঞ্জাবের পক্ষে কাগিসো রাবাদা ৩টি এবং ঋষি ধাওয়ান ও রাহুল চাহার ২টি করে উইকেট পান।

ম্যাচ সেরা হয়েছেন জনি বেয়ারস্টো।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাঞ্জাব কিংসঃ ২০৯/৯ (২০), বেয়ারস্টো ৬৬, শিখর ২১, রাজাপাকসে ১, লিভিংস্টোন ৭০, মায়াঙ্ক ১৯, জিতেশ ৯, হারপ্রীত ৭, ঋষি ৭, রাহুল চাহার ২, রাবাদা ০*; ম্যাক্সওয়েল ২-০-১৭-১, হাসারাঙ্গা ৪-০-১৫-২, হারশাল ৪-০-৩৪-৪, শাহবাজ ৪-০-৪০-১

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৫৫/৯ (২০), কোহলি ২০, ডু প্লেসিস ১০, রজত ২৬, লমরর ৬, ম্যাক্সওয়েল ৩৫, কার্তিক ১১, শাহবাজ ৯, হারশাল ১১, হাসারাঙ্গা ১, সিরাজ ৯*, হ্যাজেলউড ৭*; হারপ্রীত ৪-০-৩৩-১, আর্শদ্বীপ ৪-০-২৭-১, রাবাদা ৪-০-২১-৩, ঋষি ৪-০-৩৬-২, রাহুল চাহার ৪-০-৩৭-২

ফলাফলঃ পাঞ্জাব কিংস ৫৪ রানে জয়ী

ম্যাচ সেরাঃ জনি বেয়ারস্টো (পাঞ্জাব কিংস)।

৯৭ ডেস্ক

Read Previous

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে পাপনের লাখ টাকার বিশেষ বোনাস

Read Next

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ব্রেসওয়েল-আজাজ, বাদ নিশাম

Total
0
Share