
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনের প্রথম সপ্তাহে উড়াল দিবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। তবে দল ঘোষণা হয়ে যাচ্ছে আগামী সপ্তাহে। এই সফর দিয়েই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গুছানো শুরু করবে নির্বাচকরা। তবে টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়নি বলছেন প্রধান নির্বাচক।
মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কৌশলে দিন কয়েক আগে সিনিয়রদের ফরম্যাট বেছে বেছে খেলার পরামর্শ দিয়েছেন। আর সে সিদ্ধান্ত নিজেদের নেওয়াটাকেই সম্মানের বলে উল্লেখ করেছেন।
আর এমন মন্তব্যের পরই টি-টোয়েন্টিতে বাজে ফর্মে থাকা মুশফিককে নিয়ে সমালোচনা হচ্ছে। গুঞ্জন আছে অদূর ভবিষ্যতে এই ফরম্যাট থেকে নিজেই সরে যেতে পারেন মিস্টার ডিপেন্ডেবল। কিন্তু এ নিয়ে নির্বাচকদের সাথে আলাপ হয়েছে কীনা জানতে চাওয়া হয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে।
চট্টগ্রামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এ ব্যাপার নিয়ে আমাদের এখন কোনো আলোচনাই হয়নি। আমরা দল নিয়ে মাত্র আলোচনা করছি। আগামী সপ্তাহে আমরা স্কোয়াড (ওয়েস্ট ইন্ডিজ সফরের) দিয়ে দিব।’
ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সাথে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। হাতে কিছু সময় থাকলেও ওয়েস্ট ইন্ডিজের মতো লম্বা দূরত্বের সফরের আগে লজিস্টিক কার্যক্রম আগে থেকেই গুছিয়ে রাখতে হয়। যে কারণে দলও আগে ঘোষণা করবে নির্বাচকরা। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই হতে প্রকাশ হতে পারে স্কোয়াড।
নান্নু বলেন, ‘হ্যাঁ আমরা প্রায় এগিয়ে রেখেছি। ওখানে তিনটা ফরম্যাট আছে। আর যেহেতু লজিস্টিকের একটা বিরাট কাজ আছে আর সে হিসেবে আমরা আগে থেকে এগিয়ে রাখছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে তিন ফরম্যাটের স্কোয়াড দিয়ে দিব।’
‘অবশ্য প্রস্তুতির জন্য আমাদের হাতে বেশি ম্যাচ নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজ আছে। তারপর এশিয়া কাপ, তারপর ওয়ার্ল্ডকাপ। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে। দলতো দ্বিতীয় টেস্টের মাঝেই দিতে হবে কারণ ওয়েস্ট ইন্ডিজ এমন একটা জায়গা যেখানে লজিস্টিকের অনেক কাজ থাকে।’
দ্বিতীয় টেস্টের আগে দল ঘোষণা করলে ম্যাচে প্রভাব পড়তে পারে কীনা এমন প্রশ্নে নান্নু যোগ করেন, ‘মানসিকভাবে প্রস্তুতি সেভাবেই নিতে হবে সেভাবেই এগোতে হবে। সুতরাং এতে কারও হীতে বিপরীত হওয়ার কিছু নেই। ওভাবেই কাজটা করতে হবে, নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই। দ্বিতীয় টেস্টের আগেই দল দেওয়ার চেষ্টা করা হবে।’