ভালো খেলে শ্রীলঙ্কার জনগণকে কিছুটা স্বস্তি দিতে চান করুনারত্নেরা

ভালো খেলে শ্রীলঙ্কার জনগণকে কিছুটা স্বস্তি দিতে চান করুনারত্নেরা
Vinkmag ad

একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। রাজনৈতিক অস্থিরতায় নাজেহাল দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার জনগণকে ভালো ফলাফল উপহার দিতে চায় দিমুথ করুনারত্নের দল। বাংলাদেশে ক্রিকেট খেলতে এসে অন্য কিছু নিয়ে আপাতত ভাবতে রাজি নয় সফরকারীরা।

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এখানেই চলছে দুই দলের অনুশীলন। আজ (১৩ মে) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন লঙ্কান দলপতি করুনারত্নে।

দেশটির চলমান অস্তিরতা নিয়ে করা প্রশ্নের জবাবে বলেন, ‘সবাই জানে কি হচ্ছে। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং আর এটাই একমাত্র জিনিস যে আমরা ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি। আমরা কেবল ভালো একটা ফল আনতে পারি ওখানে থাকা জনগণের জন্য।’

লঙ্কানদের মতো অস্থির সময় কাটছে সাকিব আল হাসানেরও। কোনো কিছুতেই যে নেই নিশ্চয়তা। এই দলে আছেন তো আবার নেই। কখনো চোট, কখনো বিশ্রাম, বিরতি।

করোনা পজিটিভ হয়ে চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে যান। তবে ৩ দিনের মাথায় নেগেটিভ হয়ে নিজেই খেলার আগ্রহ দেখান। আজ দলের সাথে যোগ দিতে চট্টগ্রামেও চলে আসছেন। তবে খেলা না খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।

সাকিব খেলবে কি খেলবে না সেটা নিশ্চিত না হলেও তাকে ঘিরে বাড়তি পরিকল্পনা লঙ্কানদের। সফরকারী অধিনায়ক দিয়েছেন সে বার্তাও।

করুনারত্নে বলেন, ‘সাকিব যখন ওখানে ছিল তাকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা ছিল সুতরাং তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছেও। সে বিশ্বসেরা অলরাউন্ডার সুতরাং অন্যদের নিয়েও আমরা ধাপে ধাপে পরিকল্পনা রেখেছি। আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো এবং দেখা যাক কি হয়।’

বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচে প্রস্তুতি ভালো হয়নি সফরকারীদের। দুই দিনের ম্যাচে বৃষ্টির কারণে ১১০ বলের বেশি মাঠে গড়ায়নি। তবে পরিচিত কন্ডিশন বলে সমস্যা হবে না বলছেন শ্রীলঙ্কা কাপ্তান।

তার মতে, ‘আমি মনে করি শ্রীলঙ্কাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি কয়েক সপ্তাহ ধরে। কন্ডিশন প্রায় একই রকম তাই আমি মনে করি প্রস্তুতি ম্যাচ খুব বেশি পার্থক্য গড়ার কথা না। আমরা এখানেও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত।’

৯৭ প্রতিবেদক

Read Previous

দক্ষিণ আফ্রিকায় ৩৬ যখন চট্টগ্রামে ২০ এর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে

Read Next

বিশ্বকাপের পরিকল্পনা শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে

Total
0
Share