দক্ষিণ আফ্রিকায় ৩৬ যখন চট্টগ্রামে ২০ এর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে

দক্ষিণ আফ্রিকায় ৩৬ যখন চট্টগ্রামে ২০ এর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে
Vinkmag ad

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ কন্ডিশনে সর্বশেষ সফরে ২ টেস্টে বাংলাদেশী বোলাররা ৩৬ উইকেট নিয়েছে। যে কারণে ঘরের মাঠে লঙ্কানদের ২০ উইকেট নেওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী কোচ রাসেল ডোমিঙ্গো।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ২ টেস্টেই হেরেছে চরম বাজেভাবে। যার বড় দায় ব্যাটারদের, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ ও দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮০ রানে অলআউট হওয়ার নজিরও গড়েছে।

অথচ প্রতিকূল পরিবেশে বোলাররা দেখিয়েছে দাপট। প্রথম টেস্টে টাইগার বোলাররাতো স্বাগতিকদের দুই ইনিংসেই অলআউট করে দেয়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও করেছে অলআউট, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

চট্টগ্রামের উইকেট সবসময়ই ব্যাটিং বান্ধব। তবে দক্ষিণ আফ্রিকায় অমন বোলিংয়ের কারণেই আশাবাদী ডোমিঙ্গো। লঙ্কানদের দুই ইনিংসেই অলআউট করার ব্যাপারে শিষ্যদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তাও দেন।

আজ (১৩ মে) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আজ সকালে বোলারদের বলেছি আমরা দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে ৩৬ উইকেট নিয়েছি। আমার মনে হয় না এর আগে কোনো সিরিজে বাংলাদেশ এমনটা করতে পেরেছে। আমরা আত্মবিশ্বাসী যে ২০ উইকেট তুলে নিতে পারবো (শ্রীলঙ্কার)।’

টেস্টে বোলিং বিকল্প হিসেবে পাঁচ বোলারেই নজর ডোমিঙ্গোর। সাকিব আল হাসান থাকলে যে কাজটা সহজ হয় বাংলাদেশের জন্য।

টাইগার কোচ যোগ করেন, ‘আমাদের পাঁচটি বোলিং বিকল্প থাকা দরকার। সাকিব যখন খেলে না তখন এই নির্দিষ্ট জায়গায় আমরা পিছিয়ে থাকি। সে এমন একজন যে দিনে ১২-১৩ ওভার বল করে দেয়, যা খুবই গুরুত্বপূর্ণ।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে প্রথম দুই-এক ঘন্টা বোলারা সহায়তা পেতে পারেন উল্লেখ করে দোমিঙ্গো বলেন, ‘আমরা জানি দিনের প্রথম এক-দুই ঘন্টা এখানে বোলারদের জন্য কিছু থাকতে পারে। কিন্তু এরপরই এটা পেস বোলারদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। আমাদের সব কিছুই আমলে নিতে হবে। এটা ভালো উইকেট দেখা যাচ্ছে। এই মুহূর্তে উইকেটে ভালো ঘাস রয়েছে।’

‘আফগানিস্তানের বিপক্ষে প্রথম এক দেড় ঘন্টায় বোলারদের জন্য বাড়তি কিছু ছিল। কিন্তু এরপরই ব্যাটারদের জন্য দারুণ উইকেট হয়ে পড়ে। ছেলেরা অতীতে এখানে ভালো ব্যাট করেছে। তারা চট্টগ্রামে বড় স্কোর করার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হবে। এটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট।’

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

খেলতে মরিয়া সাকিব যখন রাত ১ টায় পাপনকে ম্যাসেজ পাঠান

Read Next

ভালো খেলে শ্রীলঙ্কার জনগণকে কিছুটা স্বস্তি দিতে চান করুনারত্নেরা

Total
31
Share