হিপ ইনজুরিতে আইপিএল শেষ প্যাট কামিন্সের

হিপ ইনজুরিতে আইপিএল শেষ প্যাট কামিন্সের

হিপ ইনজুরিতে পড়ে আইপিএল শেষ হয়েছে কোলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান রিক্রুট প্যাট কামিন্সের। ভারতীয় গণমাধ্যমের খবর ইতোমধ্যে সিডনিতে ফিরে গেছেন অজিদের টেস্ট অধিনায়ক।

বাড়ি ফিরেই ইনজুরি পূনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন কামিন্স। ধারণা করা হচ্ছে তার ইনজুরি তেমন গুরুতর নয়। আগামী মাসে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের আগেই সেরে উঠবেন তিনি।

কোলকাতা নাইট রাইডার্সের হয়ে চলমান আইপিএলে ৫ টি ম্যাচ খেলেছেন প্যাট কামিন্স। যেখানে বল হাতে নিয়েছেন ৭ উইকেট, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এক ম্যাচেই পেয়েছেন ৩ টি। ব্যাট হাতে অবশ্য জাদু দেখিয়েছেন, করেছেন যৌথভাবে আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড (১৪ বলে)।

এবারের আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া অস্ট্রেলিয়ার সামনে ব্যস্ত ক্রিকেট সূচি। তাই আইপিএল খেলা বাদ দিয়ে নিজের শরীর ঠিক রাখাতেই মন দিচ্ছেন প্যাট কামিন্স।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, তাছাড়া সব ফরম্যাটেই অজিদের নতুন বলে ভরসা তিনিই। তাই অজিদের ব্যস্ত সূচিতে ওয়ার্কলোডের ভার বইতে হবে কামিন্সকে।

দারুণ ফর্ম নিয়েই আইপিএল খেলতে এসেছিলেন প্যাট কামিন্স। পাকিস্তানে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। অ্যাশেজ জয়ের পথে ৪ টেস্টে নিয়েছিলেন ২১ উইকেট।

৯৭ ডেস্ক

Read Previous

শাহরুখ খানের নতুন দল আবু ধাবি নাইট রাইডার্স

Read Next

খেলতে মরিয়া সাকিব যখন রাত ১ টায় পাপনকে ম্যাসেজ পাঠান

Total
0
Share