করোনা নেগেটিভ সাকিব, খেলতে পারেন চট্টগ্রাম টেস্ট

পাপন-সুজনকে ছাড়া কৃতিত্ব দেওয়ার লোক খুঁজে পাননা সাকিব
Vinkmag ad

করোনা নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। ফিট থাকলে চট্টগ্রাম টেস্টেও খেলে ফেলার সম্ভাবনা আছে এই অলরাউন্ডারের।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা সাকিব গত ৯ মে করোনা টেস্ট করান। পজিটিভ প্রমাণিত হলে থাকতে হয় আইসোলেশনে। যে কারণে তার চট্টগ্রাম টেস্ট খেলার সম্ভাবনা ছিলই না।

তবে গতকাল (১২ মে) আরেক দফা করোনা টেস্ট করানো হয় সাকিবের। যেখানে করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

আর তাতেই আজ (১৩ মে) ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছে দলের সাথে যোগ দিবেন। যদিও তার ফ্লাইট এখনো চূড়ান্ত হয়নি।

সাকিবের করোনা নেগেটিভের বিষয়টি নিশ্চিত করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমে বলেন,

‘হ্যাঁ সাকিব করোনা নেগেটিভ হয়েছেন। আজ বিকেলেই তার চট্টগ্রাম আসার কথা। ফিট থাকলে তাকে প্রথম টেস্টের একাদশেও দেখা যেতে পারে।’

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

ড্যানিয়েল সামসের বোলিং জাদুতে পাত্তা পেল না চেন্নাই

Read Next

শাহরুখ খানের নতুন দল আবু ধাবি নাইট রাইডার্স

Total
0
Share