ড্যানিয়েল সামসের বোলিং জাদুতে পাত্তা পেল না চেন্নাই

ড্যানিয়েল সামসের বোলিং জাদুতে পাত্তা পেল না চেন্নাই
Vinkmag ad

ড্যানিয়েল সামসের চমৎকার বোলিংয়ে চেন্নাই সুপার কিংসের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। লো স্কোরিং ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে মুম্বাই। বিফলে যায় মুকেশ চৌধুরীর গতিময় বোলিং।

টসে জিতে শুরুতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে চেন্নাইকে কোনঠাসায় ফেলে দেন সামস। জাসপ্রীত বুমরাহ ও রাইলি মেরেডিথও তাদের পেস বোলিংয়ে মুন্সিয়ানা দেখান।

চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি প্রতিরোধের চেষ্টা করলেও কুমার কার্তিকেয়র স্পিনে লোয়ার অর্ডার নাকাল হয়ে যায়। শেষ পর্যন্ত ৯৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই।

সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন ধোনি। ডোয়াইন ব্রাভো করেন ১২ রান।

সামস ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া কার্তিকেয় ও মেরেডিথ ২টি করে উইকেট পান।

৯৮ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে মুকেশের সুইংয়ে পরাস্ত হয়ে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে মুম্বাই। তবে তিলক ভার্মা ও ঋত্বিক শকিনের আস্থাশীল ব্যাটিংয়ে জয়ের দিশা খুঁজে পায় মুম্বাই।

শেষদিকে মইন আলিকে ২টি ছক্কা মেরে ৩১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড। তিলক সর্বোচ্চ ৩৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া রোহিত ও শকিন দুইজনই ১৮ রান এবং ডেভিড অপরাজিত ১৬ রান করেন।

চেন্নাইয়ের পক্ষে মুকেশ ৩টি উইকেট পান।

ম্যাচ সেরা হয়েছেন ড্যানিয়েল সামস।

সংক্ষিপ্ত স্কোরঃ

চেন্নাই সুপার কিংসঃ ৯৭/১০ (১৬), রুতুরাজ ৭, কনওয়ে ০, মইন ০, উথাপ্পা ১, রায়ডু ১০, ধোনি ৩৬*, দুবে ১০, ব্রাভো ১২, সিমারজিৎ ২, থিকশানা ০, মুকেশ ৪; সামস ৪-০-১৬-৩, বুমরাহ ৩-১-১২-১, মেরেডিথ ৩-০-২৭-২, কার্তিকেয় ৩-০-২২-২, রমনদ্বীপ ১-০-৫-১

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১০৩/৫ (১৪.৫), রোহিত ১৮, ইশান ৬, সামস ১, তিলক ৩৪*, স্টাবস ০, শকিন ১৮, ডেভিড ১৬*; মুকেশ ৪-০-২৩-৩, সিমারজিৎ ৪-০-২২-১, মইন ১.৫-০-১৭-১

ফলাফলঃ মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ ড্যানিয়েল সামস (মুম্বাই ইন্ডিয়ান্স)।

৯৭ ডেস্ক

Read Previous

এহসান মানি জানালেন সরফরাজকে ছেটে ফেলার কারণ

Read Next

করোনা নেগেটিভ সাকিব, খেলতে পারেন চট্টগ্রাম টেস্ট

Total
0
Share