
বেশ কয়েকদিন ধরেই ইংলিশ গণমাধ্যমে খবর চাউর হয়েছিল যে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম হচ্ছেন ইংল্যান্ডের নয়া টেস্ট অধিনায়ক। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)।
৪০ বছর বয়সী ব্রেন্ডন ম্যাককুলাম ইংল্যান্ডের নয়া টেস্ট কোচ। আনুষ্ঠানিকভাবে তিনি তার কাজ শুরু করবেন নিজ দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। লর্ডসে ২ জুন থেকে শুরু হতে যাওয়া যে সিরিজে ম্যাককুলামের কাজ করা অবশ্য নির্ভর করছে ওয়ার্কিং ভিসা পাবার ওপর।
Say hello to our new boss! ????@Bazmccullum | #EnglandCricket pic.twitter.com/T6CiX5OgE5
— England Cricket (@englandcricket) May 12, 2022
ব্রেন্ডন ম্যাককুলামের টেস্ট ফরম্যাটের গুরু বানানোর সিদ্ধান্তে ইসিবির নির্বাচক প্যানেল, প্রধান নির্বাহী টম হ্যারিসন, ম্যানেজিং ডিরেক্টর রব কি, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর অ্যান্ড্রু স্ট্রস ও পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাট সবাইই সম্মত হন। ম্যাককুলামের সাক্ষাৎকার পর্বে সন্তুষ্ট তারা।
— England Cricket (@englandcricket) May 12, 2022
নিউজিল্যান্ডে জন্ম নেওয়া ব্রেন্ডন ম্যাককুলাম এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ কোলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এ ত্রিনবাগো নাইট রাইডার্সকে শিরোপা জেতান তিনি।
খেলোয়াড়ি জীবনে ম্যাককুলাম ছিলেন সফল। কিউইদের হয়ে ১০১ টেস্ট খেলা ম্যাককুলাম ২০১২ সাল থেকে ২০১৬ (অবসর নেবার বছর) কিউইদের টেস্ট অধিনায়ক ছিলেন।
সবমিলে ম্যাককুলাম ১০১ টেস্ট, ২৬০ ওয়ানডে ও ৭১ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন যথাক্রমে ৬৪৫৩, ৬০৮৩ ও ২১৪০।