

টেস্ট ফরম্যাট থেকে নিজেকে দূরে রাখা মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে হচ্ছেন সমালোচিত। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) তো তাকে সাদা পোশাকে ফেরাতে এক প্রকার বাধ্য করতেও চায়। তবে দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলছেন কেউ নিজের পছন্দ মতো ফরম্যাট বেছে নিতেই পারে। সে ক্ষেত্রে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের উদাহরণ টেনেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট সামনে রেখে চট্টগ্রামে চলছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। আজ (১২ মে) সংবাদ কর্মীদের সাথে সেখানেই কথা বলেন ডোনাল্ড।
মুস্তাফিজের টেস্ট খেলা প্রসঙ্গে এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি বলেন, ‘‘মুস্তাফিজের টেস্ট খেলা নিয়ে বলা কঠিন। তারা একটি বেছে নিতে পারে। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট বলেছিলেন, ক্রিকেটাররা একসময় ১২ মাস খেলার জন্য প্রস্তুত ছিল, এখন যেটা ৯ মাস। মুস্তাফিজের ব্যাপারটা ব্যক্তিগত পছন্দ। আমরা এটা নিয়ে বোধহয় মুস্তাফিজের সাথে কথা বলতে পারি। এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার।’
‘প্রথমে যখন আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখলাম, আমি মনে করেছিলাম সে পৃথিবীর সেরা খেলোয়াড়। ১৫০ কিলোমিটার গতিতে বল করত, ১১০ মিটার ছক্কা হাঁকাত। তবে তার শরীর টেস্ট ক্রিকেটের জন্য ছিল না। তাই সে সীমিত ওভারকেই বেছে নিয়েছে। এটা যার যার ব্যক্তিগত পছন্দ।’
টেস্ট ফরম্যাটে ১৪ ম্যাচে ৩০ উইকেট নেওয়া মুস্তাফিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি নিজেকে বিশ্বমানের পেসার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এই বাঁহাতির দারুণ ভক্ত সাবেক প্রোটিয়া তারকা পেসার অ্যালান ডোনাল্ড। মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশী বাকি পেসারদের শেখার আগ্রহও মুগ্ধ করেছে তাকে।
তিনি বলেন, ‘আমি মুস্তাফিজের অনেক বড় ভক্ত। আমি মনে করি সাদা বলে সে দারুণ এক বোলার। আমি রোমাঞ্চিত হওয়ার একটা কারণ হল এখানকার ছেলেরা সঠিক প্রশ্নটা করে, তারা শিখতে চায়। আমাদের ছেলেদের অনেকে ঘরে ফেরার পর বোলিংয়ের পরিকল্পনা বন্ধ করে দেয়। এবাদত, খালেদ ও শরিফুল জানে কীভাবে ফ্ল্যাট পিচে বল করতে হয়। এটা শেখার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।’