

গতকাল (১১ মে) রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৩-২০২০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তরা বুঝে পেয়েছেন তাদের পুরস্কার। যেখানে মোট ৮৫ জনের মধ্যে ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক ছিলেন ৯ জন।
২০১৩ সালে খেলোয়াড় ও সংগঠক মুজাফফর হোসেন পল্টু ও খালেদ মাহমুদ সুজন পেয়েছিলেন পুরস্কার।
ক্রিকেট সংগঠক এনায়েত হোসেন সিরাজ পেয়েছিলেন ২০১৪ সালে। ২০১৫ সালে যেটি পেয়েছিলেন ক্রিকেট সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি। ২০১৬ তে খেলোয়াড় ও সংগঠক জালাল ইউনুস ও সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন।
২০১৭ ও ২০১৮ সালে ক্রিকেট থেকে কেউ পুরস্কার না পেলেও ২০১৯ সালে পেয়েছিলেন সাবেক খেলোয়াড় দীপু রায় চৌধুরী।
২০২০ সালে মরণোত্তর পুরস্কার পান সংগঠক বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান সিনহা। এছাড়া ক্রিকেট কোচ, সংগঠক নাজমুল আবেদিন ফাহিমও পান পুরস্কার।
পুরস্কার পাওয়া এই ৯ ক্রিকেট ব্যক্তিত্বকে অভিনন্দন জানিয়েছে স্বীকৃতি ক্রিকেট সমর্থক গোষ্ঠী বিসিএসএ (বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন)।
দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার (২০১৩-২০) স্বীকৃতিস্বরুপ খেলোয়াড় ও সংগঠক (ক্রিকেট) ক্যাটাগরিতে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রাপ্ত সকল কে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে অভিনন্দন।
বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। pic.twitter.com/lblzHQ6xx8
— BCSA Tigers (@BCSA_Tigers) May 12, 2022
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিএসএ লিখেছে, ‘দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার (২০১৩-২০) স্বীকৃতিস্বরুপ খেলোয়াড় ও সংগঠক (ক্রিকেট) ক্যাটাগরিতে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রাপ্ত সকল কে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে অভিনন্দন।
বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।’